বাংলাহান্ট ডেস্ক : ভারতের (India) টেলিকম সেক্টরে ধূমকেতুর মতো আগমন ঘটেছিল রিলায়েন্স জিওর। বিনামূল্যে আনলিমিটেড কলিং ও 4G পরিষেবা মুহূর্তে জিতে নেয় দেশের লক্ষ লক্ষ মোবাইল ব্যবহারকারীর মন। তবে পরবর্তীকালে ডেটা নির্ভর রিচার্জ প্ল্যান লঞ্চ করে জিও। অন্যান্য টেলিকম অপারেটরের তুলনায় অনেকটাই কম খরচে মোবাইল পরিষেবা প্রদান করে অচিরেই দেশের বৃহত্তম টেলিকম সংস্থায় পরিণত হয় মুকেশ আম্বানির সংস্থা।
ভারতে (India) ভি’র জয়জয়কার
এই আবহেই আবার দেশের (India) একাধিক প্রান্তে অত্যাধুনিক 5G পরিষেবা শুরু করে দেয় জিও ও এয়ারটেল। তবে প্রতিযোগিতার বাজারে গ্রাহক সংখ্যার নিরিখে অনেকটাই পিছিয়ে পড়ে একদা ভারতের অন্যতম বৃহৎ মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা ভোডাফোন (বর্তমান ভোডাফোন-আইডিয়া বা vi)। এবার জিও ও এয়ারটেলকে প্রতিযোগিতায় ফেলে দিতে 5G পরিষেবা শুরুর পথে ভি।
আরও পড়ুন : TRP-র লড়াইয়ে মুখোমুখি “টপার” প্রোডাকশনের দুই মেগা! রাতারাতি চ্যানেল বদল জনপ্রিয় ভিলেনের
5G পরিষেবার বিষয়টি মাথায় রেখে ৫৬ দিনের বৈধতার ৩টি আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছে ভোডাফোন। ভি’র ৭৯৫ টাকার রিচার্জ প্ল্যানে মিলছে ৫৬ দিনের ভ্যালিডিটি। ৭৯৫ টাকার রিচার্জ প্ল্যানে ভি গ্রাহকরা পেয়ে যাবেন প্রতিদিন ৩ জিবির উচ্চ ডেটা, ১০০টি করে এসএমএস ও আনলিমিটেড ফোন কলসের সুযোগ।
আরও পড়ুন : আড়াই বছর পেরিয়েও দ্বিতীয় স্থানে, “বেঙ্গল টপার” হতে এবার “মেগা ধামাকা” জগদ্ধাত্রীতে!
অন্যদিকে, ৫৬ দিনের ভ্যালিডিটি সহ ৬৪৯ টাকার প্ল্যানে থাকছে প্রতিদিন ২ জিবির ডেটা, ১০০টি করে এসএমএস ও আনলিমিটেড ফোন কলসের সুবিধা। পাশাপাশি, ৫৭৯ টাকার রিচার্জ প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবির ডেটা, ১০০টি করে এসএমএস ও আনলিমিটেড ফোন কলসের সুবিধা পাবেন ভি গ্রাহকরা।

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে দেশের (India) ১৭টি অঞ্চলে পরীক্ষামূলক 5G পরিষেবা সংক্রান্ত কাজ শুরু করে ভি। পরিষেবা শুরুর প্রথম ধাপ হিসাবে আগামী এপ্রিল মাস থেকে 5G পরিষেবা চালু হতে চলেছে মুম্বাইতে। পরবর্তী ধাপে বেঙ্গালুরু, দিল্লি, পাটনা, চণ্ডীগড়ের মতো শহরে ভোডাফোনের 5G পরিষেবা শুরু হতে পারে এপ্রিলে।





Made in India