বাংলাহান্ট ডেস্ক: চলতি বছরেই বিয়ের সানাই বাজতে চলেছে বলিউডের আরো এক হেভিওয়েট জুটির পরিবারে। গুঞ্জন যদি সত্যি হয় তাহলে ডিসেম্বরেই আইবুড়ো নাম ঘোচাতে চলেছেন ভিকি কৌশল (vicky kaushal)। প্রেমিকা ক্যাটরিনা কাইফের (katrina kaif) সঙ্গে সাত পাকে ঘুরতে চলেছেন তিনি। তার আগে ব্যাচেলরস পার্টিতে মাতলেন ভিকি।
তাও আবার এ দেশে নয়, বিদেশে। আপাতত দুবাইতে রয়েছেন অভিনেতা। সেখান থেকেই কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে কালো জ্যাকেট ও সোনালি সানগ্লাসে দেখা গিয়েছে ভিকিকে। বিলাসবহুল গাড়িতে মরুভূমির উপর দিয়ে লং ড্রাইভের ভিডিও শেয়ার করেছেন তিনি। অভিনেতা জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই দুবাইয়ের প্রেমে পড়ে গিয়েছে।

কমেন্টে বক্সে অনুরাগীদের উচ্ছ্বাস উপচে পড়েছে। একজন লিখেছেন, ‘ক্যাটরিনার সঙ্গে এবার নতুন নতুন জায়গায় ঘুরতে যাবেন ভিকি’। আবার আরেকজনের বক্তব্য, সামনেই বিয়ে তাই দুবাইতে ব্যাচেলরস পার্টি করতে গিয়েছেন ভিকি। অনেকে সোজিসুজি প্রশ্নও ছুঁড়েছেন বিয়ের গুঞ্জন কি সত্যি? তবে কোনো কমেন্টেরই কোনো উত্তর দেননি ভিকি। তিনি এখন ব্যস্ত দুবাইয়ের সৌন্দর্য দেখতে।
https://www.instagram.com/p/CVubmeTIj3x/?utm_medium=copy_link
চলতি বছরেরই ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বিয়ের পিঁড়িতে বসছেন ভিকি ক্যাটরিনা, বলিপাড়ার অন্দরেও শোনা যাচ্ছে এমনি ফিসফাস। আপাতত নাকি চলছে সেই অনুষ্ঠানেরই তোড়জোড়। বিয়েতে জনপ্রিয় বাঙালি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির লেহেঙ্গাতেই সাজবেন ক্যাট। আপাতত পোশাকের খুঁটিনাটি বাছাই পর্ব চলছে। অভিনেত্রীর নাকি একটি সিল্কের কাপড় পছন্দ হয়েছে লেহেঙ্গার জন্য।
https://www.instagram.com/reel/CVuskNvgBAt/?utm_medium=copy_link
হাল আমলে ডেস্টিনেশন ওয়েডিংয়ের ট্রেন্ডে গা ভাসিয়েছেন ভিকি ক্যাটরিনাও। তবে বিদেশে না, বিয়েটা হচ্ছে এদেশেই। পছন্দসই লোকেশন খুঁজতে মুম্বই ছেড়ে রাজস্থান পৌঁছে গিয়েছেন তারকা জুটি। সূত্রের খবর, সাওয়াই মাধোপুরের বিলাসবহুল রিসর্ট সিক্স সেন্সেস ফোর্ট, বারওয়ারাতেই বিয়ের আসর বসবে ভিকি ক্যাটরিনার। এই রিসর্ট থেকে মাত্র আধঘন্টার দূরত্বেই নাকি রণথম্বোর ন্যাশনাল পার্ক।
https://www.instagram.com/p/CVvFyScojAd/?utm_medium=copy_link
এদিকে যখন গুঞ্জন নিয়ে নাচানাচি জুড়ে দিয়েছে ভিকি ও ক্যাটরিনার অনুরাগীরা, তখন খুব সাবধানে বুঝেশুনে দান চালছেন বলিউড সুন্দরী। বিয়ের গুঞ্জন নিয়ে ক্যাটরিনার বক্তব্য, গত ১৫ বছর ধরেই তাঁর বিয়ে নিয়ে গুজব রটছে। এখন এসব নিয়ে ভাবা ছেড়ে দিয়েছেন তিনি। তবে তিনি এও জানিয়ে দিয়েছেন, এখন বিয়ে নিয়ে কোনো পরিকল্পনাই নেই তাঁর।





Made in India