বাংলাহান্ট ডেস্ক: ফের উরিতে (uri) গেলেন ভিকি কৌশল (vicky kaushal)। ভারতীয় সেনাদের আমন্ত্রণ পেয়েই উরিতে পৌঁছালেন ভিকি। উরির সেনা বেস ক্যাম্প থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। শনিবার ‘উমিদ কি সেহর’ অনুষ্ঠানে যোগ দিতে কাশ্মীর পৌঁছান ভিকি।
উরির সীমান্তে যুদ্ধবিরতি চলাকালীন একটি সাংষ্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে যান ভিকি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কয়েকটি ছবি শেয়ার করেন তিনি। সেনাদের উদ্দেশে তিনি ধন্যবাদ জানান তাঁকে উষ্ণ অভ্যর্থনা করার জন্য। সকলের মাঝে এক অসাধারন দিন কাটিয়েছেন তিনি।

ইনস্টাগ্রাম পোস্টে ভিকি লেখেন, ‘কাশ্মীরের উরি বেস ক্যাম্পে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ভারতীয় সেনাকে অনেক ধন্যবাদ। আমাকে এমন উষ্ণ অভ্যর্থনার মধ্যে দিনটা কাটানোর সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের সেনাবাহিনীর সঙ্গে সময় কাটানো আমার কাছে সবথেকে বড় সম্মান। জয় হিন্দ।’
https://www.instagram.com/p/CMHcr6eJ24-/?igshid=qokv6b1yvht5
২০১৬ তে উরি বেস ক্যাম্পে হামলার পর পাকিস্তানে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের উপর ভিত্তি করে তৈরি হয় ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। পরিচালক আদিত্য ধরের ২০১৯ সালের ছবিতে অভিনয় করেন ভিকি কৌশল। এই ছবির জন্য জাতীয় পুরস্কারও জেতেন তিনি।
প্রসঙ্গত, ২০১৫ সালে মাসান ছবির হাত ধরে বলিউডে পা রাখেন ভিকি। এরপর রাজি, লাস্ট স্টোরিজ, মনমর্জিয়া, সঞ্জু ছবিতে অভিনয় করতে দেখা যায় তাঁকে। এরপর তাঁর ঝুলিতে রয়েছে করণ জোহরের তখত, সর্দার উধম সিংয়ের বায়োপিক, স্যাম মানেকশর বায়োপিক।





Made in India