বাংলা হান্ট ডেস্ক : এবার একসঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় হাজির হতে চলেছেন সারা আলি খান (Sara Ali Khan) এবং ভিকি কৌশল (Vickey Kaushal)। যদিও অনেক আগেই প্রকাশ্যে এসেছিল এই খবর। তবে ছবির নাম জানা যায়নি। অবশেষে রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার তুলে ধরলেন অভিনেতা। জানা গেল ছবির নামও। যদিও মাঝে শোনা যাচ্ছিল ছবির নাম হতে পারে ‘লুকা ছুপি’ যদিও দেখা গেল সেটা ভুল। ছবির নাম ‘জারা হাটকে জারা বাচকে’ (Zara Hatke Zara Bachke)।
চলতি বছরের জুন মাসে পেক্ষাপৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক এবং ট্রেলার। গতকাল অর্থাৎ রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন বলিউড অভিনেতা। তুলে ধরেছিলেন ছবির পোস্টার। আর একদিন যেতে না যেতেই মুক্তি পেল ছবির ট্রেলার।

ছবি ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে রোমান্টিক ঘরানোর হতে চলেছে এই ছবি। প্রিয় অভিনেতার নতুন ছবির পোস্টার এবং ট্রেলার প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাসে মেতেছেন তাঁর ভক্তরা। অনেকেই এই তারকা জুটিকে জানিয়েছেন শুভেচ্ছা। ভালোবাসার কমেন্টে ভরে গেছে কমেন্ট বাক্স।
View this post on Instagram
উল্লেখ্য, সইফ কন্যাকে শেষবার দেখা গেছে ‘গ্যাসলাইট’ ছবিতে। তাঁর সঙ্গে চিত্রাঙ্গদা এবং বিক্রান্ত মাসেকে দেখা গিয়েছিল এই ছবিতে। যদিও বড় পর্দায় নয় ওটিটি মাধ্যমে মুক্তি পেয়েছিল এই ছবি। বর্তমানে ভীষণ ব্যস্ত তিনি। তাঁর হাতে রয়েছে একগুচ্ছ কাজ। খুব শীঘ্রই ‘মার্ডার মোবারক’ ছবিতেও দেখা যাবে সারা আলি খানকে। এছাড়াও ‘ অ্যা মেরে ওয়াতেন কে লোগো’ ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি।
অন্যদিকে ভিকি কৌশলকে আগামীতে দেখা যাবে স্যাম বাহাদুর ছবিতে। মেঘনা গুলজার এর পরিচালিত সেই ছবিতে স্যাম মানেকশরের চরিত্রে ধরা দেবেন তিনি।





Made in India