অসুস্থ হয়ে পড়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee)। শোনা যাচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। জানা গিয়েছে মুসৌরিতে নিজের বাড়িতেই নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন ভিক্টর (Victor Banerjee)। তারপর তাঁকে সেখান থেকে দেরাদুনে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে একটি হাসপালাতেই ভর্তি রয়েছেন তিনি। আশঙ্কা করা হচ্ছে আরও বেশ কিছুদিন অবজার্ভেশনে রাখা হবে তাঁকে।
এর আগে একবার করোনাতে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। তখন অবশ্য বাড়িতে বসেই নিজের অসুস্থতা সারিয়ে তুলেছিলেন তিনি। তারপরে একবার ডেঙ্গুতেও আক্রান্ত হয়েছিলেন ভিক্টর। তখনও বিপদ কাটিয়ে বেড়িয়ে এসেছিলেন তিনি। বিভিন্ন সংবাদ মাধ্যম অনুযায়ী, এখন কিছুটা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরেছেন তিনি। শিফ্ট করানো হয়েছে জেনারেল বেডেই। তবে হার্টে ব্লকেজ দেখা দিয়েছে তাঁর। এই কারণেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

অসুস্থ হয়ে পড়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee)
প্রসঙ্গত ভিক্টর এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মালদা জেলার রাজা বাহাদুর এবং উত্তরপাড়ার রাজার বংশধর। শিলংয়ের সেন্ট এডমন্ডস স্কুল থেকে স্কুলিং শেষ করেন ভিক্টর। তারপর তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক সম্পন্ন করেন। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। প্রথম থেকেই থিয়েটারের প্রতি আগ্রহ ছিল তাঁর। দ্য ডেজার্ট গানের ক্যালকাটা লাইট অপেরা গ্রুপের প্রযোজনায় তিনি প্রধান অভিনেতা ছিলেন।
১৯৮৪ সালে, ভিক্টর ডেভিড লিনের এ প্যাসেজ টু ইন্ডিয়া চলচ্চিত্রে ডঃ আজিজ আহমেদের চরিত্রে অভিনয় করেন। ১৯৮৫ সালের এপ্রিল মাসে, তিনি “নতুন আন্তর্জাতিক তারকা” হিসাবে আমেরিকার মোশন পিকচার অ্যাসোসিয়েশন থেক পুরস্কার পান। সত্যজিৎ রায়ের শতরঞ্জ কে খিলারি এবং ঘরে বাইরে এবং মৃণাল সেনের মহাপৃথিবীতে অভিনয় করেন। প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত গুন্ডে ছবিতেও দেখা মেলে তাঁর। সম্প্রতি বলিউডের সঙ্গে জড়িত থাকলেও, তিনি মূলত বাংলা চলচ্চিত্র শিল্পের সঙ্গেই যুক্ত।





Made in India