কিছু দিন আগে দক্ষিণ ভারতের জল সংকট দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এখন জল সংরক্ষণ নিয়ে দেশজুড়ে সচেতন বার্তা পোস্ট করছেন নেটিজেনরা। আবার এই সমাজে কিছু অসচেতন মানুষ কল খুলে রেখে দেয় এবং জল অপচয় করে। কিন্তু সোশ্যাল মেডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি বানর জল খাওয়ার পর কল বন্ধ করে দিল।
What a beautiful message for humans! pic.twitter.com/wTgK4b9uGF
— Dr. S.Y. Quraishi (@DrSYQuraishi) August 1, 2019
;
সেই ভিডিও প্রাক্তন নির্বাচন কমিশনারের এস ওয়াই কুরেশিও শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “মানুষের জন্য কি সুন্দর কি সুন্দর বার্তা”। এই ভিডিও শেয়ার করে অনেকেই লিখেছেন “মানুষের চেয়ে বানররা অনেক বেশি সচেতন ও দায়িত্ববান”,”মানুষের চেয়ে প্রাণীর আচরণ অনেক ভালো অনেক ভালো”।





Made in India