বাংলাহান্ট ডেস্ক: বিতর্কিত হলেও জনপ্রিয়তার দিক দিয়ে বলিউডি প্রযোজকদের প্রথম সারিতেই থাকবেন একতা কাপুর (Ekta Kapoor)। হিন্দি টেলিভিশন কুইন বলা হয় তাঁকে। বহু জনপ্রিয় ধারাবাহিক উপহার দিয়েছেন তিনি। তেমনি তাঁর প্রযোজনা সংস্থা থেকে উঠে এসেছেন একাধিক নতুন প্রতিভা যারা আজ দাপটের সঙ্গে কাজ করছেন ইন্ডাস্ট্রিতে। তেমনি এক তরুণ প্রতিভার নাম বিধি যাদব (Vidhi Yadav)।
বড়পর্দায় যেমন করন জোহর, ছোটপর্দায় তেমনি একতা কাপুর। দুজনেই নতুনদের সুযোগ দেওয়ার জন্য পরিচিত। তবে করনের মতো তিনি বেছে বেছে শুধু স্টারকিডদের সুযোগ দেন না। তাঁর হাত ধরে ইন্ডাস্ট্রিতে এসেছেন বহু নামী মুখ। সেইসব তারকাদের তালিকায় এবার নাম লেখাতে চলেছেন বিধি। টিকটক স্টার থেকে সরাসরি একতার টিভি সিরিয়ালে সুযোগ পেয়ে গিয়েছেন তিনি।

টিকটকে ভিডিও বানাতেন বিধি। বেশ জনপ্রিয়তাও পেয়ে গিয়েছিলেন তিনি। সাহসী এবং বোল্ড ভিডিওর দৌলতে চড়চড়িয়ে বেড়েছিল তাঁর ফলোয়ার। টিকটক ব্যান হয়ে যাওয়াতে ইনস্টা রিল বানাতে শুরু করেন বিধি। এখানেও জনপ্রিয়তা পেতে বেশি দেরি হয়নি তাঁর। উপরন্তু ইনস্টা রিলই তাঁকে সাফল্যের চূড়ায় তুলে দিয়েছে। বড় ব্রেক পেয়ে গিয়েছেন বিধি।
একতা কাপুরের ‘মোলক্কী’ সিরিয়ালে নায়িকার চরিত্রে সুযোগ পেয়ে গিয়েছেন তিনি। মাত্র ১৯ বছর বয়সে প্রথম সিরিয়ালেই যে পরিমাণ খ্যাতি তিনি পেয়েছেন তা সত্যিই অবাক করে দেওয়ার মতো। উপরন্তু এই সিরিয়ালের দৌলতে তাঁর সোশ্যাল মিডিয়ায় পরিচয়ও বেড়েছে আরো।

৩ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে তাঁর ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে। বোল্ড ফটোশুটের জোরে চর্চায় উঠে আসেন বিধি। সেখান থেকে ছোটপর্দায় আজ বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। দিন দিন আরোই বাড়ছে বিধির জনপ্রিয়তা। মাত্র ১৯ বছর বয়সেই এতটা খ্যাতি পেয়েছেন তিনি, সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বিধির।





Made in India