মার্শাল আর্টের ভক্ত বিদ্যুৎ জামাল একটি ভিডিও শেয়ার করেন সেখানে দেখা যাচ্ছে তিনি মুঠোবন্দী ডিম নিয়ে ঘুসি দিয়ে তিনটে ইট ভেঙেছেন। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে বিদ্যুৎ একটি ডিম নিয়ে প্রথমে একটি, পরে একসঙ্গে দুটি ও শেষে একসঙ্গে তিনটি ইট ভাঙছেন ঘুসি মেরে। তারপরেও অক্ষত থাকছে ডিমটি। ডিমটি যে আসল তা প্রমান দেওয়ার জন্য তিনি হালকা করে চেপে ভেঙে ফেলেছেন ডিমটি।
ভিডিও শুরুর আগে হলিউড অ্যাকশন-কমেডি অভিনেতা জ্যাকি চ্যানকে তাঁর শ্রদ্ধা। ভিডিয়োর সঙ্গে পোস্টেও তিনি সেই কথাই লিখেছেন। ‘কমান্ডো’, ‘জংলী’ সিনেমাগুলির নায়কের অ্যাকশন সিনেমা প্রেমীদের কাছে কাছে ভীষণ প্রিয়।
 
			 





 Made in India
 Made in India