বাংলাহান্ট ডেস্ক: এবারে আর এস এস (RSS) এর উপরে তৈরি হতে চলেছে ওয়েব সিরিজ এবং সিনেমা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ না থাকলে কাশ্মীর বাঁচানো যেত না। অসংখ্য হিন্দুদের প্রাণ যেত, এমনি দাবি করে এই বিরাট সংগঠন নিয়ে ওয়েব সিরিজ এবং ছবি বানানোর কথা ঘোষনা করলেন বিজয়েন্দ্র প্রসাদ (Vijayendra Prasad)।
দক্ষিণের ব্লকবাস্টার ছবি নির্মাতা এস এস রাজামৌলির বাবা যাঁর কলম থেকে সৃষ্টি হয়েছে বাহুবলী, আরআরআর এর মতো ছবির গল্প। সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘আনন্দমঠ’ নিয়ে ছবি বানানোর জন্যও চিত্রনাট্য লিখছেন তিনি। এবার আর এস এস নিয়েও ছবি ও ওয়েব সিরিজ তৈরি করার কথা ঘোষনা করলেন বিজয়েন্দ্র প্রসাদ।

সম্প্রতি এই সংগঠনের একটি অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন প্রখ্যাত চিত্রনাট্যকার। সেখানেই আর এস এস সম্পর্কে এক বিষ্ফোরক মন্তব্য করেন বিজয়েন্দ্র প্রসাদ। তিনি বলেন, “তিন চার বছর আগে পর্যন্ত আমি আর এস এস সম্পর্কে বিশেষ কিছু জানতাম না। আমার মনে হত আর এস এস গান্ধীকে মেরে ফেলেছে।
বিজয়েন্দ্র প্রসাদ বলতে থাকেন, “যখন আমাকে আর এস এস নিয়ে চিত্রনাট্য লিখতে বলা হল তখন আমি নাগপুরে গিয়ে মোহন ভাগবতের সঙ্গে দেখা করলাম। আমি ওখানে একদিন থেকে প্রথম বার বুঝতে পারলাম যে আর এস এস আসলে কী। আমার খুব অনুশোচনা হয়েছিল যে আমি এতদিন পর্যন্ত এত বড় একটা সংগঠনের ব্যাপারে জানতাম না।”
চিত্রনাট্যকারের কথায়, আর এস এস না থাকলে কাশ্মীর থাকত না। পাকিস্তানে বিলীন হয়ে যেত। আর পাকিস্তানের জন্য বহু হিন্দু মারা যেত। এরপরেই তিনি ঘোষনা করেন, আর এস এস এর উপরে একটি সিনেমা এবং ওয়েব সিরিজ বানাতে চলেছেন তিনি।
এই সংগঠনের একটাই গলদ আর সেটা হল মানুষকে নিজেদের ব্যাপারে বেশি কিছু জানায়নি আর এস এস। অনেকের মধ্যেই তাই এই নিয়ে ভ্রান্ত ধারণা রয়েছে। সেই খামতি যতটা সম্ভব পূরণ করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন বিজয়েন্দ্র প্রসাদ। তাঁর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কঙ্গনা রানাওয়াতও।





Made in India