বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় (Social Media) মাঝেমধ্যেই প্রকাশ্যে আসে তারকাদের ছোটবেলার ছবি কিংবা ভিডিও। সেই ছবি দেখে নিজেদের প্রিয় তারকাকে চিনতেই পারেন না ভক্তরা। সম্প্রতিও ঘটল এমনই এক ঘটনা। বলিউডের (Bollywood) এক সেলেব এবং তাঁর বোনের ছবি প্রকাশ্যে আসতেই তা রীতিমত ভাইরাল। যদিও এই ছবিটি ঠিক কার তা বুঝতে অনেকটা সময় নষ্ট করে ফেলেছেন নেটনাগরিকরা।
প্রিয় তারকাদের সম্পর্কে জানতে সবসময় মুখিয়ে থাকেন তাঁদের ভক্তরা। অভিনয়ের বাইরে কেমন তাঁদের ব্যক্তিগত জীবন সে সম্পর্কেও হয়না কম চর্চা। এমনকি তাঁদের ছোটবেলায় দেখতে কেমন ছিল তা নিয়ে ভেবে ভেবে সময় পার করে দেন অনেকেই। আর এসবের মাঝেই প্রকাশ্যে চলে এল দুই অভিনেত্রীর ছোটবেলার ছবি।

সম্প্রতি যে ছবি প্রকাশ্যে এসেছে তাঁদের মধ্যে একজন বর্তমানে বলিউডের হট অভিনেত্রী। বরাবরই তিনি থাকেন খবরের শিরোনামে। সোশ্যাল মিডিয়ায় নিত্যিদিন ভাইরাল হয় তাঁর নানান রকম ছবি, ভিডিও। অভিনয় জগতের বাইরে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েই চর্চা হয় সবচেয়ে বেশি। যদিও ছোটবেলার ছবি দেখে বোঝাটা হয়ত অনেকটাই কঠিন।
সোশ্যাল মিডিয়ায় যে ছবি ঘুরে বেড়াচ্ছে তাঁদের দুজনেই বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। বড় বোন এখনও যুক্ত অভিনয়ের সঙ্গে। নানান রিয়েলিটি শোতে বিচারকের আসনেও বসতে দেখা যায় তাঁকে। এমনকি জনপ্রিয় মডেলও তিনি। ছোটবোন একটা সময় অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও এখন তিনি একটু দূরে সরে গেছেন। তবে খবরের শিরোনামে থাকেন দুজনেই।
View this post on Instagram
এখনও বুঝতে পারলেন না? তাহলে পুরো বিষয়টা খোলসা করেই বলা যাক। অনেক আগেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন বড় বোন। কিন্তু ভাঙ্গন ধরে সেই সম্পর্কে। বর্তমানে নিজের থেকে বয়সে অনেকটাই ছোট অভিনেতার প্রেমে পড়েছেন তিনি। বরাবরই তাঁর প্রেম থাকে চর্চায়। খুব শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতেও বসবেন।

কথা হচ্ছে মালাইকা অরোরা এবং তাঁর ছোট বোন অমৃতাকে নিয়ে। আসলে ১০ ই এপ্রিল ছিল ‘ভাইবোন দিবস’। এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় দুই বোনের ছবি পোস্ট করেছেন জনপ্রিয় অভিনেত্রী মালাইকা। আর সেই ছবি রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।





Made in India