Viral photo : জিন্স বা ব্লেজারে মহিলাদের হামেশাই দেখা যায়। কিন্তু কোনোদিন কোনও পুরুষকে দেখেছেন কি স্কার্ট – হাই হিল পরে অফিস যেতে? মার্ক ব্রায়ান নামের এই জার্মান ব্যক্তি করছেন এমনটাই।

মার্ক একজন রোবোটিকস ইঞ্জিনিয়ার। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে। গত ৪ বছর ধরে মেয়েদের মতো পোশাক পরেই অফিস যান ৬১ বছরের মার্ক।
কেন তিনি মহিলাদের পোশাক পরেন? এর উত্তরে মার্ক জানিয়েছেন, সব ধরনের পোশাককে জনপ্রিয় করতে এবং পোশাক নিয়ে লিঙ্গ বৈষম্য দূর করতে তিনি এই অভিনব উপায় বেছে নিয়েছেন। নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলেও নিজের এই বক্তব্য জানিয়েছেন মার্ক।
https://www.instagram.com/p/CB3CAj6KWsM/?igshid=h5ezb8ehg4o3
মার্ক জানিয়েছেন তিনি কোনোদিন তার পোশাক নিয়ে সহকর্মীদের প্রশ্নের মুখে পড়েন নি। এর আগেও তিনি হিল পরে অফিস যেতেন।
https://www.instagram.com/p/CBnbJ-jqEBf/?igshid=1r7srq7t5rshk
আসলে লিঙ্গ বৈষম্য আমাদের সমাজের বিশাল এক সমস্যা। নারী ও পুরুষের সমান অধিকার আজও অনেকেই মেনে নিতে পারে না। সেই সমাজের সামনে এমন পোশাম পরে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মার্ক। নেটাগরিকদের একাংশ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মার্ককে।
https://www.instagram.com/p/CBAeMk0qAGV/?igshid=1v8txpptnynhf





Made in India