বাংলাহান্ট ডেস্ক : বিখ্যাত হওয়ার জন্য আজকাল মানুষ বিভিন্ন পন্থা বেছে নিচ্ছেন। সমাজ মাধ্যমে রাতারাতি খ্যাতি পাওয়ার জন্য এই ধরনের মানুষেরা যেকোনো কিছু করতেই প্রস্তুত। সামাজিক খ্যাতির লোভে কখনো তারা বেছে নিচ্ছেন বিপদজনক স্টান্ট , আবার রাস্তায় ভিড়ের মধ্যে উদ্ভট সব জিনিস করতে আরম্ভ করে দিচ্ছেন।
এই ধরনের ভিডিও মাঝেমধ্যেই ভাইরাল হয় সমাজ মাধ্যমে। তবে সম্প্রতি রাজস্থান থেকে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে অনেকেই অবাক হয়ে গেছেন। সমাজ মাধ্যমে এই ভিডিওটি দেখার পর বিভিন্ন রকম মন্তব্য উড়ে এসেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে লাল জাম্পস্যুট এবং একটি সালভাদর ডালি মুখোশ পরে এক ব্যক্তি গাড়ির উপর হাত পা ছুঁড়ে নাচছেন।
আরোও পড়ুন : মাত্র ১০০ টাকায় AC বাসে দিঘা-উদয়পুর-মন্দারমণি! পর্যটকদের জন্য দারুণ উদ্যোগ SBSTC-র
ব্যাকগ্রাউন্ডে চলছে ‘মানি হেইস্ট’ সিরিজের বিখ্যাত ‘বেলা চাও বেলা চাও’ গান। প্রথম দেখায় মনে হবে এই গাড়ির উপর যেন দাঁড়িয়ে রয়েছে মানে হেইস্ট সিরিজের কোনও চরিত্র। এরপর ভিডিওতে দেখা যায় এই ব্যক্তিটি পকেট থেকে টাকা বার করে আকাশে উড়িয়ে দিচ্ছেন, এবং তার সামনে থাকা লোকেরা সেই টাকা লুফে নিচ্ছেন।
আরোও পড়ুন : ভয়ঙ্কর! ভয়াবহ দুর্ঘটনার কবলে শাহরুখের নায়িকা, মৃত ২, দেখুন মর্মান্তিক সেই ভিডিও
জানা গেছে যে ব্যক্তিটি এই কান্ড ঘটিয়েছেন তিনি তার বাবার গাড়ি করে এসেছিলেন ওই জায়গায়। ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ওই ব্যক্তি দাবি করেছেন যে তিনি শুধুমাত্র মজা করার জন্য এই কান্ড ঘটিয়েছেন। অদ্ভুত এই কাণ্ডের জন্য ব্যক্তিটির বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া যায় কিনা সেই বিষয়টিও চিন্তাভাবনা করছে পুলিশ।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে @sarcasticschool_ নামের একটি পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। হাজার হাজার মানুষ এই ভিডিওটিতে লাইকও দিয়েছেন। এই ভিডিও দেখার পর বহু ব্যবহারকারী নিজেদের মন্তব্য জানিয়েছেন। মজা করে এক ব্যবহারকারী লিখেছেন, “ভাই হায়দ্রাবাদে কবে আসছেন?’
 
			 





 Made in India
 Made in India