Viral : সচিন কন্যা সারা (sara Tendulkar) ও শুভমান গিলের (shubhman gill) সম্পর্ক নিয়ে তুমুল হইচই চলছে সামাজিক মাধ্যমে। এরই মধ্যে এই সম্পর্ককে বেশ উস্কানিই দিচ্ছেন হার্দিক। সারা ও শুভমানের কমেন্ট বক্সে মজার মজার কমেন্ট করেছেন তিনি। যা এই মুহুর্তে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

লকডাউনের সময়েই সারা তেন্ডুলকর ও শুভমান গিলের বন্ধুত্বের খবর জানা যায়। নিজের এডিট করা একটি ছবি পোস্ট করেছিলেন শুভমান। তাতে সারা মন্তব্য করেছিলেন। যাকে ঘিরেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল নেটপাড়ায়।
কিছুদিন আগেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে শুভমানের পরিনত ইনিংসের প্রশংসা করেছিলেন সারা। ইন্সটাগ্রামে শুভমানের ছবি পোস্ট করে তিনি লেখেন ‘অভিনন্দন’ এরই সাথে সংযুক্ত ছিল হার্ট ইমোজি। এর প্রত্যুত্তরে শুভমানও ধন্যবাদ জানান। সেখানেও ছিল হার্ট ইমোজি।
এই পোস্টে কমেন্ট করেন হার্দিক পান্ডিয়াও। সারা ও শুভমানের শুভেচ্ছা বিনিময়ের মাঝেই তিনি লেখেন ‘ওর সারা) তরফ থেকে স্বাগত।’ বলা বাহুল্য, সারা শুভমানের মন্তব্যের চেয়ে নেটপাড়ার বেশি নজর কেড়ে নিয়েছিলেন হার্দিক। জুনিয়র শুভমানের এই বিশেষ বন্ধুত্বে ছোট পান্ডিয়া যে উস্কানি দিচ্ছেন তা নজর এড়ায় নি কারোরই। যদিও সারা ও শুভমান কেউই এই বিশেষ বন্ধুত্বের ব্যাপারে এখনো মুখ খোলেন নি।
জানিয়ে রাখি, কলকাতা নাইট রাইডার্সের হয়ে বেশ নির্ভর যোগ্য ব্যাটসম্যান হয়ে উঠেছেন শুভমান৷ তার দলের সংকটে পরিনত খেলার ক্ষমতাকে প্রশংসা করছেন ক্রিকেট সমালোচকরাও। ক্রমশ শাহরুখের কলকাতা দলের ভরসার নাম হয়ে উঠছেন শুভমান গিল





Made in India