বাংলা হান্ট ডেস্ক: নেটমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও মানে তাতে এমন কিছু দৃশ্য থাকবে যা আর পাঁচটা সাধারণ ঘটনার তুলনায় সম্পূর্ণ অন্যরকম। আর এই ভিডিওগুলি খুব সহজেই ভাইরাল হওয়ার দৌলতে পৌঁছে যায় সকলের কাছে। এমনকি, সোশ্যাল মিডিয়ার প্রায় প্রতিটি প্ল্যাটফর্মেই সমান ভাবে ভাইরাল হয় এগুলি।
এদিকে, নিত্যনতুন হাজার হাজার ভিডিও সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে আসে। কিন্তু, তাদের মধ্যে এমন কিছু ভিডিও থাকে যা দেখে রীতিমত ভাষা হারিয়ে ফেলেন সবাই। ভিডিওগুলি রেকর্ড করা না হলে এগুলি বিশ্বাস করাই কার্যত অসম্ভব হয়ে পড়ত। তবে, মজাদার কন্টেন্টের পাশাপাশিও কিছু কিছু সময়ে এমন সব ভিডিও ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে, যা দেখে অস্বস্তিতে পড়েন নেটাগরিকরা। বর্তমান প্রতিবেদনে আমরা যে ভিডিওটির প্রসঙ্গ উপস্থাপিত করছি সেটাও ঠিক এই ক্যাটাগরিতেই পড়ে।
এমনিতেই, আমাদের দেশে আধুনিকতার ছোঁয়া লাগলেও এখনও মানুষের মনে রক্ষণশীলতা পুরোপুরি কাটেনি। তাই, বিদেশিদের রীতি অনুসরণ করে এই দেশেও অনেকে মাঝে মাঝে এমন কান্ড ঘটান যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায়। ঠিক যেমন বিদেশের মাটিতে “প্রকাশ্যে চুমু খাওয়া” অত্যন্ত স্বাভাবিক ঘটনা হলেও আমাদের দেশে তা নিয়ে এখনও প্রশ্ন থেকে যায়। আর বর্তমানে ভাইরাল হওয়া এই ভিডিওটি সেই প্রশ্নই আবারও উস্কে দিয়েছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, রেল স্টেশনের এক প্রান্তেই গভীর চুম্বনে লিপ্ত হয়েছেন এক যুগল। আর এই ঘটনাতেই প্রশ্ন তুলেছেন সবাই। জানা গিয়েছে যে, মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই সংলগ্ন ডোম্বিভলি রেলওয়ে স্টেশনে এই ঘটনাটি ঘটে। যেখানে ভিড়ের মাঝেই প্রকাশ্যে চুম্বনে লিপ্ত হন এক যুবক-যুবতী। চুম্বনের পাশাপাশি তাঁরা একে অপরকে আলিঙ্গনও করতে থাকেন।
এদিকে, তাঁরা গভীর চুম্বনে এতটাই লিপ্ত ছিলেন যে, ট্রেন আসার ঘোষণা কিংবা মানুষের ভিড় কোনোকিছুই প্রভাব ফেলতে পারেনি তাঁদের ওপর। ভাইরাল হওয়া ভিডিওটিতে ১১ টা ৪ মিনিটের মুম্বাই লোকাল চার নম্বর প্ল্যাটফর্মে আসার ঘোষণাও স্পষ্ট শোনা যায়। যদিও, তখনও চুম্বনে লিপ্ত থাকেন তাঁরা। স্টেশনে থাকা এক যাত্রী পুরো ঘটনাটি মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যেই ভিডিওটি প্রকাশ্যে আসার পর পুলিশ মামলা করেছে বলেও জানা গিয়েছে। পাশাপাশি, তদন্তের নির্দেশ দিয়েছে রেলও। এছাড়াও, ভিডিওটি বর্তমানে ঝড় তুলেছে নেটমাধ্যমে। সবচেয়ে বড় কথা এই ঘটনার পরিপ্রেক্ষিতে নেটাগরিকরা প্রতিক্রিয়ার মতে দ্বিধাবিভক্ত হয়েছেন।
डोंबिवली रेल्वे स्टेशनवर तरुण-तरुणी किसिंग करत असतानाचा व्हिडीओ व्हायरल pic.twitter.com/GUAXXjdWS8
— Anish Bendre (@BendreAnish) March 12, 2022
অনেকের কাছেই এই ঘটনা “অস্বস্তিকর” বা “আপত্তিকর” মনে হলেও অনেকেই আবার এই যুগলের চুম্বন দৃশ্য দেখে এটাকে অত্যন্ত স্বাভাবিক ঘটনা হিসেবে পরিগণিত করেছেন। পাশাপাশি, তাঁদের ব্যক্তিগত মুহূর্তের ছবি তোলাকে একপ্রকার “অপরাধ” হিসেবেও মনে করেছেন তাঁরা।





Made in India