বাংলা হান্ট ডেস্কঃ কথায় বলে ‘যে রাঁধে, সে চুলও বাঁধে।’ হ্যাঁ, আজ আপনাকে শোনাবো এমনই এক নারীর সাহসিকতার ঘটনা। আপনারা এর পূর্বে বহুজনকে দেখেছেন সাপ ধরতে এবং তার ভিডিও পোস্ট করেছে সোশ্যাল মাধ্যমে। এর দরুন অনেকে সফল হয় আবার অনেকে সাপ এর দ্বারা কামড়ে প্রাণও হারান। তবে আজকের এই যুবতী শুধুমাত্র সাপ ধরেছে তা নয়, এক অদ্ভুত কায়দার মাধ্যমে ঘটনাটি ঘটিয়েছে যা আপনারা দেখতে পাবেন ভাইরাল হওয়া ভিডিওতে।
জানা গেছে, ভিডিওটিতে ব্রাজিলের একটি এলাকার ছবি দেখানো হয়েছে এবং যুবতীর নাম জেকলি। ভিডিওটিতে দেখা যাচ্ছে রাস্তার মাঝখানে একটি সাপ পড়ে রয়েছে এবং তাকে দেখে রাস্তা দিয়ে চলাচল করা মানুষেরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। কিন্তু এই সময়ে আগমন ঘটে জেকলি নামক ওই যুবতীর। সেখানে এসে প্রথমে সে সাপটিকে লক্ষ্য করে এবং হঠাৎই একটি সিগারেট জ্বালিয়ে এক টান মেরে সে দৌড়ে যায় সাপটির দিকে। এক অভিনব কায়দায় সাপটিকে ধরে নেয় এবং তাকে সাহসিকতার সাথে রাস্তার একধারে ছেড়ে আসে।
ভিডিওটি দেখে অবাক গোটা বিশ্বের মানুষ। কিভাবে এই অভিনব কায়দায় এবং সাহসিকতার সাথে সে এহেন কান্ড ঘটালো তাতে অবাক হয়েছে সকলে। ভিডিওটি পোস্ট করা হয়েছে Unilad নামক ইনস্টাগ্রাম একাউন্ট থেকে এবং ভিডিওটি পোস্ট হওয়ার সাথে সাথে ই তা ভাইরাল হয়ে যায়। এবং মানুষ সেই ভিডিওটিতে তাদের ভালোবাসা উজাড় করে দেয়। কমেন্ট বক্সেও দেখা যায় সেই দৃশ্য।
View this post on Instagram





Made in India