বাংলা হান্ট ডেস্ক: বর্তমান যুগে আমরা সকলেই সোশ্যাল মিডিয়ার প্রতি অত্যন্ত আকৃষ্ট হয়ে পড়েছি। যদিও, নেটমাধ্যমের দৌলতে আমরা বিশ্বের প্রতিটি কোণে কোথায় কি ঘটছে তা খুব সহজেই জানতে পারি। শুধু তাই নয়, সামাজিক মাধ্যমে পাওয়া যায় বিভিন্ন ভাইরাল হওয়া সব ভিডিওগুলিও। যেগুলি মনোরঞ্জনের জন্য আমরা সকলেই দেখতে ভালোবাসি।
যদিও, সেইসব ভিডিওগুলির মধ্যে এমন কিছু ভিডিও থাকে যেগুলি দেখে কার্যত অবাক হতে হয় সবাইকেই। সম্প্রতি সেইরকমই এক ভাইরাল হওয়া ভিডিও সামনে এসেছে। যেখানে এক বৃদ্ধা বর্তমান সময়ের জনপ্রিয় একটি গানে রীতিমত উত্তাল নাচ নেচেছেন। আর সেই ভিডিওটিই এখন দাপিয়ে বেড়াচ্ছে নেটমাধ্যম।
আমরা সবাই জানি যে, কয়েক মাস আগেই দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের “পুষ্পা দ্যা রাইজ” সিনেমাটি মুক্তি পায়। এদিকে, এই সিনেমাটি বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি তুমুল জনপ্রিয়তা পায় দেশজুড়ে। সিনেমাটির ডায়লগ, গান এবং নাচের তাল অনুকরণ করতে থাকেন অনেকেই। ইতিমধ্যেই এই সংক্রান্ত হাজার হাজার ভিডিও উপস্থিত রয়েছে সামাজিক মাধ্যমে। সেই রেশ বজায় রেখেই এবার আরও একটি ভিডিও সামনে এল।
এই সিনেমার অন্যতম জনপ্রিয় একটি গানে কোমর দুলিয়েছিলেন নায়িকা রশ্মিকা মান্ধানা। ঠিক তাঁর স্টাইলেই এবার “সামে সামে” গানে কোমর দোলালেন এক বৃদ্ধা। শুধু তাই নয়, শাড়িটিও নায়িকার কায়দাতে পরেই নাচতে থাকেন তিনি। ইতিমধ্যেই ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে যা স্পষ্টভাবে ফুটে উঠছে।
কি দেখা গিয়েছে ভিডিওটিতে?
মূলত, ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একটি বিবাহের অনুষ্ঠানের মাঝেই জনপ্রিয় ওই গানের তালে তালে নাচতে থাকেন এক বৃদ্ধা। শুধু তাই নয়, নাচতে নাচতে একটা সময়ে তিনি কার্যত বুঁদ হয়ে যান তাতে। নাচের বিভিন্ন সব অদ্ভুত স্টেপের পাশাপাশি রীতিমত জমিয়ে নাচ করেন ওই বৃদ্ধা।
View this post on Instagram
আর এই ভিডিওটিই বর্তমানে ঝড় তুলেছে নেটমাধ্যমে। ইতিমধ্যেই “giedde” নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। যেটি দেখতে প্রচুর সংখ্যায় ভিড় জমাচ্ছেন দর্শকরা। শুধু তাই নয়, পাল্লা দিয়ে বাড়ছে লাইক এবং শেয়ারের সংখ্যাও। পাশাপাশি, ওই বয়স্কা মহিলার এহেন নাচ দেখে প্রতিক্রিয়াও জানাতে থাকেন নেটিজেনরা।





Made in India