বাংলা হান্ট ডেস্কঃ কথায় আছে, “আপনি যার ভালো করবেন, পরবর্তীকালে সেই আপনাকে মনে রাখবে না।” বর্তমান যুগেও এমন বহু ঘটনা আমাদের চোখের সামনে উঠে আসে, যেখানে আমরা এর প্রমাণ পাই। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে কয়েকটি পিঁপড়ের এমন একটি ভিডিও তুলে ধরা হয়েছে যাতে আবারও প্রমাণিত হলো এই প্রবাদটি।
‘Surojit Chanda’ নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয় ভিডিও। এখানে দেখা যাচ্ছে, রাস্তার ধারে দুটি পাঁচিল এবং সেই দুটির মাঝে একটি ফাঁকা স্থান রয়েছে। এরপর সেখানে কয়েকটি পিঁপড়েকে দেখা যায় যারা এক পাঁচিল থেকে অপর পাঁচিলে যাওয়ার চেষ্টারত রয়েছে। ভিডিওর প্রথমে দেখা যায়, প্রথম পিঁপড়েটির কাঁধে ভর দিয়ে বাকি পিঁপড়েগুলো খুব সহজেই অপর পাশে গিয়ে উপস্থিত হয়।
এই পর্যন্ত দেখে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা প্রথমজনের প্রতি আকৃষ্ট হয়ে যায়। কিন্তু ভিডিওর পরবর্তী অংশে এক অবাক করা দৃশ্যের সাক্ষী থাকে মানুষ। সেখানে দেখা যায় যে, নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়ার পর সঙ্গীকে বেমালুম ভুলে যায় বাকিরা অর্থাৎ অপর পাঁচিলে উঠে যাওয়ার পর বাকি পিঁপড়েরা আর পিছন ফিরে তাকায়ও না। ফলে প্রথম পিঁপড়েটি অসহায় অবস্থায় পাঁচিল দুটির মধ্যেকার ফাঁকা স্থানে ঝুলে থাকে এবং ফলে এটাও বোঝা যায়, যেকোন মুহুর্তে সে তার দেহের ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যেতে পারে।
এই ভিডিওটির মাধ্যমে পোস্টদাতা এটাই বোঝানোর চেষ্টা করেছেন যে, তুমি যার সাহায্য করবে পরবর্তীকালে সেই হয়তো তোমাকে ভুলে সামনের পথে এগিয়ে যাবে। ভিডিওটি পোস্ট করার সাথে সাথেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে। ভিডিওটির ক্যাপশনে ব্যক্তিটি লেখেন, “শত বাধার সম্মুখীন হয়েও যাদের তুমি সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে, একবার সামনের দিকে এগিয়ে গেলে তারাই তোমার কথা আর মনে রাখবে না।”





Made in India