বাংলা হান্ট ডেস্ক: পশুকূলে বাঘের কদর ঠিক কোন জায়গায় তা সকলেরই জানা। বাঘমামার একটা গর্জনই সবাইকে ভয়ে সেঁধিয়ে দেওয়ার জন্য এক্কেবারে যথেষ্ট। অত্যন্ত হিংস্র এবং ক্ষিপ্রতার জন্য বাঘের যথেষ্ট বদনামও রয়েছে। এমনকি, কিছু কিছু ক্ষেত্রে মানুষের ওপরও হামলা চালিয়ে দেয় এই প্রাণী। এমতাবস্থায়, বাঘ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখেন সকলেই।
তবে, এমনই দুর্ধর্ষ প্রাণী এবার একটি হাঁসের কাছেই কার্যত নাকানিচোবানি খেল। হ্যাঁ, শুনতে অদ্ভুত মনে হলেও সম্প্রতি এমনই এক ঘটনার দৃশ্য সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি, ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরালও হয়েছে। নিজেকে বাঁচাতে একটি হাঁস কার্যত নাকানিচোবানি খাইয়ে দিল তিন-তিনটে বাঘকে। আর যা দেখে অবাক হয়েছেন নেটিজেনরাও।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সময়ে আমাদের কাছে সোশ্যাল মিডিয়া এমনই একটি বিনোদনের ক্ষেত্র যেখানে হাজার হাজার ভাইরাল ডিভিওর সমাবেশ পরিলক্ষিত হয়। নাচ-গান-কমেডির মত একাধিক বিষয়ের ভিডিও সেখানে মজুত থাকলেও মূলত নেটিজেনরা পশু-পাখি সংক্রান্ত ভিডিওগুলিই দেখতে পছন্দ করেন। আর যে কারণে এইরকম কোনো ভিডিও নেটমাধ্যমে এলেই তা দ্রুত গতিতে ভাইরাল হয়ে পৌঁছে যায় সকলের কাছে।
এই ভিডিওটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, তিনটি বাঘ জলাশয়ে নেমে একটি হাঁসকে ধরার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। বার বার চেষ্টা করেও কিছুতেই হাঁসটির নাগাল পাচ্ছেনা তারা। বাঘগুলি কাছাকাছি এলেই হাঁসটিকে জলে ডুবে গিয়ে অন্য প্রান্তে উঠতেও দেখা গিয়েছে ভিডিওটিতে। একাধিকবার চেষ্টার পরেও সফল হতে পারেনি বাঘগুলি। তবে, শেষ পর্যন্ত আর শেষরক্ষা হয়নি। একটি বাঘের মুখে ধরা দিতে হয় হাঁসটিকে।
এদিকে, এই ডিভিওটিই বর্তমানে ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। পাশাপাশি, নিজের জীবন বাঁচাতে হাঁসটি যেভাবে উপস্থিত বুদ্ধির প্রয়োগ করেছিল তার প্রশংসাও করেন সকলে। ইতিমধ্যেই ভিডিওটি “beauty.wildlifee” নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে আপলোড করা হয়। ভিডিওটিতে ক্রমশ বাড়ছে দর্শকসংখ্যা। এছাড়াও, এই অবাক করা ভিডিওটি দেখে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা।
View this post on Instagram





Made in India