বাংলাহান্ট ডেস্ক : সত্যিকারের ভালবাসা খুঁজে পাওয়া কঠিন।কিন্তু এক বয়স্ক দম্পতির ভাইরাল ভিডিও প্রমাণ করে দিলো যে সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া কঠিন হলেও বিরল নয়।সংক্ষিপ্ত এই ভিডিও ক্লিপে, অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধকে তার অসুস্থ স্ত্রীর চুল আঁচড়াতে দেখা যায়। নেটিজেনরা এই ভিডিও দেখার পর উদ্বেলিত হয়েছেন এবং আমরা নিশ্চিত যে এটি আপনাকেও আবেগপ্রবণ করে তুলবে।
এই ভাইরাল হওয়া ভিডিওটি আরভিসিজে মিডিয়া ইনস্টাগ্রামে শেয়ার করেছে। ছোট ক্লিপে একজন বয়স্ক ব্যক্তিকে তার অসুস্থ স্ত্রীর চুল আঁচড়াতে দেখা যায়। স্ত্রী বসার সময় তিনি আলতো করে চিরুনিটি তার স্ত্রীর চুল আঁচড়ে দেন। ভিডিওটি হাসপাতালের কেউ শুট করেছে বলেই জানা গিয়েছে।
ভিডিওটি অনলাইনে শেয়ার করার পর 2 মিলিয়ন ভিউ পেয়েছে। নেটিজেনরা শুধু যে অত্যন্ত অনুপ্রাণিত হয়েছেন তাই নয়, কমেন্ট বক্সে বয়স্ক দম্পতির প্রতি তাদের ভালবাসার কথাও উল্লেখ করেছেন। “সত্যিকারের ভালবাসা,” পোস্টের ক্যাপশন পড়ে অনেকেই সায় দিয়েছেন তাতে।
একজন ব্যবহারকারী লিখেছেন “আমরা এটাই চাই,” পাশাপাশি অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “এটাই প্রকৃত সত্যিকারের ভালবাসা।” অন্য এক ব্যবহারকারীর কথায়,”যুগ বদলায়,সময় যায় কিন্তু কিছু ভালোবাসা একই থেকে যায়।”
View this post on Instagram
নেটিজেনদের বিভিন্ন মন্তব্যে এখন মুখরিত সোশ্যাল মিডিয়া। বর্তমান সময় ব্রেকআপ, ছাড়াছাড়ি এই কথাগুলি অত্যন্ত বেশি করে শোনা যায়। কিন্তু তার মাঝে এই ধরনের ভালোবাসার এক নিদর্শন অন্যরকম ভাবে জায়গা করে নিয়েছে সবার মনে। নেটিজেনদের সবার একটাই বক্তব্য, যুগ যুগ ধরে জীবিত থাকুক এরম ভালোবাসা।





Made in India