বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও: প্রতিদিন কতই না ভিডিও ভাইরাল (viral video) হয়। সেই ভাইরাল হওয়া ভিডিও গুলির মধ্যে এমন কিছু ভিডিও থাকে যা দেখে হতবাক হয়ে যেতেই হয়। সম্প্রতি আশা ভোঁসলের জনপ্রিয় গানে উদ্দাম নেচে ভাইরাল হলেন দুই বৃদ্ধা। ভাইরাল ভিডিও দেখে চোখ ফেরাতে পারল না নেটদুনিয়া।

@Peechetodekho নামে একটি অ্যাকাউন্ট থেকে টুইট করা ১৫ সেকেন্ডের এই ক্লিপটি শেয়ার করা হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, খোলা রাস্তায় আশা ভোঁসলের জনপ্রিয় গানে তুমুল নাচছেন দুই মহিলা।
এক ব্যক্তি কিছুক্ষণের জন্য সেই নাচে যোগ দিলেও কিছুক্ষণের মধ্যেই তাকে নিরস্ত হতে হয়। দুই বৃদ্ধা যেন ফের প্রমাণ করেন শরীর বৃদ্ধ হয় প্রকৃতির নিয়মে, মনের বয়স বাড়ে নিজের নিয়মেই। চাইলে শিশুর মত হৃদয় নিয়ে কাটিয়ে দেওয়া যায় গোটা জীবন।
ভাইরাল হওয়া ভিডিওটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন ৩০ হাজার নেট নাগরিক। প্রত্যেকেই তুমুল প্রশংসা করেছেন এই দুই মহিলার। সবাই এক বাক্যেই স্বীকার করছেন তাদের সাথে এনার্জি লেভেলে পেরে উঠবে না।
This is so cute☺️ pic.twitter.com/xDslL51Ob0
— Irreligious monk (@peechetodekho) August 29, 2020
অন্য একটি ভিডিওতে, জনপ্রিয় গায়ক দিলজিত দোসানঞ্জ এর G.O.A.T গানের সঙ্গে ভাংড়া নেচে ভাইরাল হলেন ৬২ বছরের বালা শর্মা। বালা শর্মা একজন ভারতীয় ধ্রুপদী ঘরানার নৃত্যশিল্পী হলেও এই গানের তালে তাল মিলিয়ে অসাধারণ ভাংড়া নেচেছেন তিনি।
ভিডিওটি শেয়ার করে এই গানের গায়ক দিলজিৎ দোসাঞ্জ ভীষনই প্রশংসা করেছেন তার নাচের৷ সামাজিক মাধ্যমেও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিওটি। নেটিজেনরা প্রত্যেকেই সাধুবাদ জানিয়েছেন তার এই নাচকে।
https://www.instagram.com/p/CEUHrk3gnDG/?igshid=1nv0sw40bv57n





Made in India