viral video : পরনে শাড়ি আর স্নিকার, আর এই পোশাকেই দুরন্ত হুপ ড্যান্স করে নেটপাড়া মাতিয়ে রেখেছেন এক যুবতী। সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিওটি। নাচ দেখে প্রশংসায় পঞ্চমুখ নেট পাড়া।

দিল্লী নিবাসী এই ডান্সারের নাম এষ্ণা কুট্টি। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে নাচতে দেখা যায় ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত দিল্লী ৬ ছবির ‘গেন্দা ফুল’ গানে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের লেডি শ্রী রাম কলেজের এই প্রাক্তন ছাত্রীটি এখনো বিশ্বাস করতে পারছেন না তিনি এত পরিমানে ভাইরাল হয়ে গিয়েছেন।
এক টুইটে তিনি বলেছেন, “এই ভিডিওটি কতদূর যাবে সে সম্পর্কে আমার ধারণা ছিল না। এটি আমার তৈরি একটি প্র্যাক্টিসের ভিডিও ছিল, আমি পছন্দ করি এমন একটি গানে নাচছিলাম এবং আমি এটি টুইটারে ভাইরাল হওয়ার আশা করিনি। আমি একদিন আগেও টুইটারে ছিলাম না, ”
কুট্টি জানিয়েছেন, ভিডিও ভাইরাল হওয়ার এক বা দু’দিনের মধ্যে ৪ হাজারের এর বেশি মানুষ তাকে ফলো করছেন টুইটারে। এক নেটিজেন তার প্রশংসা করে লিখেছেন ” “আমাদের প্রজন্ম তাদের মত প্রকাশের সাথে আরও মুক্ত এবং শাড়ি কোনওভাবেই আমাদেরকে সীমাবদ্ধ করতে পারে না!”
ভাইরাল ভিডিওটি ইতিমধ্যেই দুই মিলিয়নের বেশী মানুষ দেখে ফেলেছেন। রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন এই যুবতী। প্রশংসায় ভেসে যাচ্ছেন তিনি। দেখে নিন এই ভাইরাল ভিডিও
https://www.instagram.com/tv/CFfDwCVJHgy/?igshid=1wt1nxo254625
 
			 





 Made in India
 Made in India