বাংলা হান্ট নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়াতে রোজই নানান ভিডিও ভাইরাল হয়। এর মধ্যে কিছু ভিডিও হয় মজার। কিছু ভিডিও হয় দুঃখের। নানার আবেগের ভিডিও বা ছবির সম্ভার হলো সোশ্যাল মিডিয়া। কোনও ভিডিও ইতিবাচক বা নেতিবাচক ভাবে নেটিনেজনের মনকে নাড়া দিতে পারলেই মানুষ সেই ভিডিও শেয়ার করেন। সম্প্রতি এমন করেই মানুষের নজর কেড়েছে একটি ক্লাসরুমের ভিডিও
সম্প্রতি ভাইরাল হওয়া একটি পড়াশোনা সম্পর্কিত মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচুর শেয়ার হচ্ছে। এই ভিডিওতে একটি শিক্ষক ক্লাসে উপস্থিত সকল শিক্ষার্থীদের পাঠদান করেছেন। এরপর, তিনি তাদের মধ্যে থেকে একজন ছাত্রকে ডেকে দাঁড় করান এবং তাকে নামতা বলতে আদেশ করেন। সেই শুনে ছাত্রটির মুখ দিয়ে যা বর্ণনা বের হতে শুরু করে তাতে শিক্ষকও প্রথমে অবাক হয়ে যান এবং তারপর হাসি থামাতে না পেরে হেসে ওঠেন। মজার ভিডিওটি এখন পর্যন্ত অনেকবার দেখা হয়েছে এবং নেটিজেনরাও এটিকে শেয়ারও করছেন।
ভিডিওটি ভালো করে শুনলে বোঝা যায়, শিক্ষকটি ওই ছাত্রকে ক্লাসের মাঝে ১২-এর ঘরের নামতাটি আবৃত্তি করতে বলেন। শিক্ষকের কথা শুনে ছাত্রটি তৎক্ষণাৎ তার জায়গায় দাঁড়িয়ে নামতাটি শুরু করে। কিন্তু তার কথা শুনে হাসিতে কেঁপে ওঠেন ওই শিক্ষক। কারণ, ছাত্রটি ১২ এর ঘরের পুরো নামতাটি ভুল উচ্চারণ করেছিল, তবে তার আত্মবিশ্বাস ছিল দেখার মতো। তার আত্মবিশ্বাস দেখে, শিক্ষক তাকে এরপর ১৩ এর ঘরের নামতাটি শোনাতে বলেন। ছাত্রটি আবার ভুল করে, কিন্তু তার আত্মবিশ্বাস ছিল দেখার মতো।
View this post on Instagram
ভিডিওটি ইনস্টাগ্রামে bhutni_ke_memes নামে একটি পেজে আপলোড করা হয়েছে, যেটিতে নেটিজেনরাও গোটা বিষয়টি নিয়ে মজার মজার মন্তব্য করছেন। কিন্তু ভিডিওটি কবে এবং কোথাকার তা এখনও জানা যায়নি।





Made in India