viral video : মদ খেয়ে মানুষ কতই না আজব কান্ড ঘটায়। কেউ কেউ তো মদ খেয়ে বন্ধুদের সাথে অসম্ভব কিছু করে দেখানোর বাজিও ধরে ফেলেন। আর তা করতে গিয়ে বিপদেও পড়েন অনেক। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

জানা গিয়েছে, ঐ তরুণী মদ খেয়ে বান্ধবীদের সাথে বাজি ধরেছিলেন যে তিনি অনায়াসে ওয়াশিং মেশিনে ঢুকে পড়তে পারেন। যেমন ভাবা তেমন কাজ। মদ্যপ অবস্থাতেই তিনি ঢুকে পড়েন ওয়াশিং মেশিনে। কিন্তু ঢুকে পড়লেও বিপত্তি বাধে বের হওয়ার সময়। ওয়াশিং মেশিনে আটকে পড়েন ঐ তরুণী।
অনেক চেষ্টা করেও যখন তিনি বের হতে পারছেন না তখন খবর দেওয়া হয় দমকলে। জানা গিয়েছে তরুণীর ওয়াশিং মেশিনে আটকে পড়ার খবর দেয় নি তার বন্ধুরা৷ একটি বিড়াল গাছে আটকে পড়েছে এমন মিথ্যে খবর দিয়ে ডেকে আনা হয় দমকলকে। দমকলের ৩ কর্মী এসে তরুণীকে উদ্ধার করে।
তবে বান্ধবীর এই দুর্দশার সুযোগ নিতে একটুও ভুল করেনি বন্ধুরা। তারা তরুণীর ভিডিও করেন৷ পরে সেই ভিডিও পোস্ট করা হয় সামাজিক মাধ্যমে। আর পোস্টের পরেই তা হয়ে যায় তুমুল ভাইরাল। তরুণীর কীর্তি দেখে হেসে কুটিকুটি হল নেটপাড়া।
— TheTabTikToks (@TikTab) October 2, 2020





Made in India