viral video : প্রতিদিন কয়েক হাজার ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। ভাইরাল হওয়া ভিডিও গুলি যেমন আমাদের নির্ভেজাল আনন্দ দেয় তেমনই কিছু কিছু ভিডিও আমাদের কাঁদিয়েও দেয়। তেমনই এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় এক কালো কুকুরীকে দেখা যায়। তার একটি সন্তানকে মৃত অবস্থাতে দেখা যায়। এক যুবক তার সেই মৃত সন্তানকে কবর দিচ্ছে। ঐ যুবকের পিছু পিছু ঘুরতে থাকে কুকুরটি।
যুবকটি কোদালে করে তার সন্তানকে কবর শুইয়ে দেয়। এর পর মা কুকুরকে দেখা যায় ছল ছল চোখে কয়েক মুহুর্ত সন্তানের চোখের দিকে তাকিয়ে থাকতে। তারপর সে নিজেই মুখ দিয়ে কবরে মাটি দিতে শুরু করে।
সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। ভিডিওটি কোথাকার তা জানা যায় নি। রাজা রুমি নামের একটি ভেরিফায়েড একাউন্ট থেকে পোস্ট করা হয়েছে এই ভিডিওটি। ইতিমধ্যেই ২০ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এটি।
https://www.facebook.com/razaahmadrumi/videos/364176778183214/?sfnsn=wiwspwa





Made in India