বাংলা হান্ট ডেস্ক: কথায় আছে সন্তানদের জন্য মায়েরা জীবন পর্যন্ত দিয়ে দিতে পারেন। তবে বর্তমানে এই ডিজিটাল যুগে মানুষের চিন্তাধারা যেমন বদলেছে তেমনি বদলেছে সম্পর্কের সমীকরণ। তবে সমাজ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল (Viral) হয়েছে যা দেখে সকলেই হতবাক। ট্রেন ছেড়ে দেওয়ায় সন্তানের জন্য ট্রেনের পিছনে ছুটলেন তিনি। শত চেষ্টা করেও আটকাতে পারলেন না ট্রেন। এরপরই মা যা করলেন তা দেখে হতবাক গোটা সমাজমাধ্যম। এই যুগে দাঁড়িয়ে মায়ের সন্তানের প্রতি ভালোবাসা দেখে চোখে জল নেট নাগরিকদের।
সমাজমাধ্যমে ভাইরাল (Viral) মা-সন্তানের ভিডিও:
সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল (Viral) হয়েছে। ভিডিওর মাধ্যমে জানা গিয়েছে, এক মা সন্তানের জন্য দুধ কিনতে স্টেশনে নেমেছিলেন। হয়তো দূরে কোথাও ভ্রমনে যাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর একরত্তি সন্তান। কিন্তু স্টেশনে নামতেই বিপদে পড়লেন তিনি। স্টেশন থেকে ছেড়ে দেওয়ায় চোখের চোখের সামনে থেকে চলে গেল ট্রেন। কিন্তু এদিকে মায়ের সেই একরত্তি সন্তান থেকে গেছে ট্রেনে। মা দুধ নিয়ে আসবে সেই আশায় বসে রয়েছে হয়তো খুদেটি। চোখের সামনে থেকে ট্রেন চলে যেতে দেখেই কান্নায় ভেঙে পড়লেন মা।
আরও পড়ুনঃ বিরাট পদক্ষেপ আদানির! মেলালেন ISKCON-এর সাথে হাত, প্রতিদিন ১ লক্ষ পুণ্যার্থী পাবেন প্রসাদ
ট্রেন থামালেন রেলকর্মী: ভাইরাল (Viral) ভিডিওতে দেখা গিয়েছে, এক মহিলা দাঁড়িয়ে কেঁদে যাচ্ছেন। আর পাশ থেকে ছুটে যাওয়া যাত্রীবাহী ট্রেনের দিকে তাকিয়ে আছেন তিনি। এরপরই কারোর কাছে কিছু একটা বলার চেষ্টা করেন। যদিও কি বলেন তা বোঝা যায়নি। এরপর দেখা যায়, দ্রুতগামী সেই ট্রেন হঠাৎ করে থেমে গিয়েছে। আর ট্রেন থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে দৌড় দেন সেই মহিলা। নিজের সন্তানকে কাছে পেতেই হয়তো ছুটে যাচ্ছিলেন তিনি। (ভিডিওটির সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)
A mother went to buy milk, and the train started. The guard saw and stopped the train.❤️ pic.twitter.com/If8PRMxG5T
— ज़िन्दगी गुलज़ार है ! (@Gulzar_sahab) January 7, 2025
ভিডিওটি পোস্ট করা হয়েছে মূলত “জিন্দেগি গুলজার হ্যায়” এক্স হ্যান্ডেলের একটি অ্যাকাউন্ট থেকে। আর সেই পেজেই ভিডিও পোস্ট করে জানানো হয়, একজন মহিলা স্টেশনে ট্রেন থামতে সন্তানের জন্য দুধ কিনতে নেমেছিলেন। এরপরই ট্রেন ছেড়ে দেয়। ট্রেন ধরতে যাওয়ার আগেই নাগালের বাইরে বেরিয়ে যায়। এরপর রেলকর্মীর কাছে কাঁদতে কাঁদতে পুরো বিষয়টি জানান ওই মহিলা। এরপরই সেই রেলকর্মী মাঝপথে ট্রেনটি থামায় বলে জানা গিয়েছে। সমাজমাধ্যমে এই ভিডিওই ভাইরাল (Viral) হয়েছে।
আরও পড়ুনঃ বিমানের মধ্যেই প্রেমিকার সাথে ঝগড়া! দরজা খুলে ঝাঁপ দিতে গেলেন যুবক, তারপরে যা হল….
নেটনাগরিকদের প্রতিক্রিয়াঃ ভিডিওটি কোথাকার এবং ট্রেনটি কোথায় যাচ্ছিল সে সম্পর্কে অবশ্য কিছুই জানা যায়নি। তবে ভিডিওটি সমাজ মাধ্যমে পোস্ট হওয়ার পরই রাতারাতি ভাইরাল (Viral) হয়ে যায়। ইতিমধ্যে এই ভিডিওর দর্শক সংখ্যা ২.১ মিলিয়ন। প্রায় ৫৪ হাজারেরও বেশি নেট নাগরিক ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। ভিডিওতে কেউ কেউ মন্তব্য করেছেন, “মা-ই হচ্ছেন শ্রেষ্ঠ যোদ্ধা, তাঁর মতো ধৈর্য্য, ভালবাসায় কারোর মিল হয় না।” আবার কেউ মন্তব্য করেছেন, “মানবতা এখনো বেঁচে আছে।” কেউ কেউ যেমন মায়ের ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছেন, আবার কেউ রেলকর্মীর এমন মানবতা দেখে প্রশংসা করছেন।





Made in India