viral video : প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার (priya prakash varrier) নামের সাথে পরিচিত নন এমন নেটিজেন খুঁজে পাওয়া মুশকিল। নিজের প্রথম ছবি মুক্তি পাওয়ার আগে তার ট্রেলারের দৌলতে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন এই অভিনেত্রী।

ওরু আদার লাভের কয়েক মিনিটের এই ট্রেলারটিতে প্রিয়ার চোখ মারার ভিডিওটি এতটাই জনপ্রিয় হয়ে যায় যে রাতারাতি ইন্সটাগ্রামে তার ফলোয়ার কয়েক লাখ ছাড়িয়ে যায়। নেটপাড়ার সেনসেশন হয়ে পড়েন তিনি।
সামাজিক মাধ্যমে প্রিয়া বেশ অ্যাকটিভ। মাঝে মাঝেই নানান ভিডিও ও ছবি দিয়ে ভক্তদের মনে ঝড় তোলেন তিনি। তার গানের গলাও বেশ ভালোই। ইতিমধ্যেই তার ইন্সটাগ্রাম একাউন্টটিতে বেশ কয়েকটি তার খালি গলায় গানের ভিডিও ভাইরাল হয়েছে। এবার ফের একটি নতুন গান গেয়ে ভাইরাল হয়েছেন তিনি।
ভাইরাল ভিডিওতে লাল শাড়িতে ভীষনই সুন্দর দেখাচ্ছে প্রিয়াকে। কোনো এক অনুষ্ঠানে তিনি খালি গলায় রনবীর কাপুর অভিনীত ‘অ্যায় দিল হে মুসকিল’ ছবির জনপ্রিয় ‘চান্না মেরে আ’ গানটি গাইতে শোনা যায় তাকে। গানটি বলিউডের এই মুহুর্তে অন্যতম জনপ্রিয় একটি গান। অরিজিৎ সিং এর গলায় এই গান শোনেননি এমন মানুষও খুব কম আছে। ভিডিওতে এই গানে প্রিয়ার সাথে সঙ্গত করতে দেখা যায় উপস্থিত অন্যান্যদেরও।
ভিডিওটি প্রিয়া নিজের ইন্সটাগ্রাম একাউন্টে শেয়ার করতেই তুমুল ভাইরাল হয়ে যায়। ভক্তহৃদয়ে ঝড় তোলা এই গানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকরা। কমেন্ট বক্সে নানান মন্তব্য করছেন তারা। দেখে নিন ভাইরাল হওয়া সেই ভিডিও
https://www.instagram.com/p/CH2fRSlgvp4/?igshid=1dupbyj2fpc61





Made in India