viral video: জনপ্রিয় বলিউড অভিনেতা বিদ্যুৎ জামালকে (vidhyut jammal) আমরা কমান্ডো ছবির দৌলতে সকলেই চিনি। এই অভিনেতা তার শারিরিক গঠন ও ফিটনেসের জন্য তুমুল জনপ্রিয় নেটপাড়ায়। যুব সমাজের একটা বড় অংশ এই অভিনেতার ভক্ত। সম্প্রতি সামাজিক মাধ্যমে তিনি এমন এক ভিডিও শেয়ার করেছেন যা দেখে হেসেই খুন নেটপাড়া।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক রোগা মানুষকে। সে এতটাই রোগা যে তার শরীরের প্রতিটি হাড় গোনা যায়। এই চেহারা নিয়েই তিনি করছেন ট্রেনিং। তবে শারিরিক ক্ষমতা মাথায় রেখে তিনি ইট বা সিমেন্টের স্ল্যাবের বদলে ভাঙছেন শশা। যা দেখে হেসেই খুন নেটপাড়া।
এছাড়াও শারিরিক সক্ষমতা বাড়াতে অনেক সিনেমাতে হাতের ওপর দিয়ে গাড়ি চালাতে দেখা যায়। আসল গাড়ির বদলে এই মানুষটি নিজের হাতের ওপর দিয়ে নিয়ে যান খেলনা গাড়ি। এছাড়াও ওজন হিসাবে তাকে তুলতে দেখা যায় অর্ধেক ভর্তি জলের বোতল।
জনপ্রিয় এই অভিনেতার ভেরিফায়েড টুইটার একাউন্ট থেকে এই ভিডিওটি পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। নেটিজেনরা হেসেই খুন হন এই কঙ্কাল সার মানুষটির কীর্তিকলাপ দেখে
https://twitter.com/VidyutJammwal/status/1316730957228113926?s=20





Made in India