viral video : রবিবার দুপুরে উত্তর প্রদেশের হারদোই জেলায় লোকেরা একটি আকর্ষণীয় দৃশ্য দেখে থমকে যায়। আট ফুট লম্বা সাপ ও বেজির মুখোমুখি সংঘর্ষ দেখতে ভিড় জমে যায়। সাপ এবং বেজির প্রচণ্ড লড়াই এর এই ভিডিও নিজের স্মার্টফোনে ধারণ করে কোনো এক দর্শক যা নেটদুনিয়ায় তুমুল ভাইরাল হয়ে যায়।

সাপ ও বেজি একে অপরের চিরকালের শত্রু। খাদ্যশৃঙ্খলে সাপ বেজির খাদ্য। কিন্তু বিষধর সাপও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তাই প্রতিবারই সাপও বেজির লড়াই হয় ভয়ংকর। তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
দীর্ঘ লড়াইয়ের পরে অবশেষে মঙ্গুজ আট ফুটের সাপের সাপটিকে হারিয়ে দেয় এবং সাপটি কোনওভাবে সেখান থেকে পালাতে সক্ষম হয়। মঙ্গুজ সাপটিকে হত্যা করতে উদ্যত ছিল।
আসলে, মাটির ঢিপিতে থাকা একটি সাপটি বন থেকে আগত বেজির মুখোমুখি হয়ে পড়েছিল। সাপ দেখেই বেজিটি আক্রমণাত্মক হয়ে পড়ে এবং মারণ আক্রমণ করে বসে।দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে সাপটি হার স্বীকার করতে বাধ্য হয় এবং সেখান থেকে পালিয়ে যায় সে৷
সাপ ও বেজির এই লড়াই দেখতে উপস্থিত জনতার ভিড় জমে যায়। টানটান উত্তেজনাকর এই পুরানো শত্রুদের লড়াইয়ের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।





Made in India