বাংলা হান্ট ডেস্ক: জল এবং আগুন এদের কাছে টেকেনা কোনো বাহাদুরিই! তবু কিছু কিছু মানুষ অতিরিক্ত সাহস এবং আবেগের বশে ঘটিয়ে ফেলেন এমন সব কান্ড যা ডেকে আনে ভয়ঙ্কর বিপদ। বর্তমানের গতিশীল দুনিয়ায় সেইসব ভিডিও খুব সহজেই হয়ে যায় ভাইরালও! ঠিক সেইরকমই এক ভিডিও সামনে এলো এবার।
“সুখে থাকতে ভুতে কিলায়”-এই বহুল প্রচলিত বাংলা প্রবাদটিকেই আপনার বারবার মনে হবে ভিডিওটি দেখতে দেখতে। আগুন নিয়ে রসিকতা যে কত বড় বিপদ ডেকে আনতে পারে তা বেশ টের পেয়েছেন ভিডিওতে থাকা ব্যক্তিটি।
ওই ভিডিওতে দেখা গিয়েছে যে, এক ব্যক্তির হাতে ধরা রয়েছে একটি জ্বলন্ত কাঠ। কাঠটিকে হাতে ঘোরাতে ঘোরাতে কসরত দেখাতে গিয়ে তিনি সটান সেটি ঢুকিয়ে ফেলেন তাঁর অন্তর্বাসের ভিতরে।
প্রথমে কিছু মনে না হলেও কিছুক্ষণ পরে উনি বারবার তাকাতে থাকেন অন্তর্বাসের ভিতরে। ততক্ষনে ঘটে গিয়েছে বিপদ! এমনকি, তাঁর হাবভাব পাল্টে গিয়ে যন্ত্রণায় চিৎকার করতেও দেখা যায় ব্যক্তিটিকে। স্টান্টের মাধ্যমে মানুষকে আনন্দ দিতে গিয়ে শেষে নিজেরই বড় বিপদ ডেকে এনেছেন তিনি।
View this post on Instagram





Made in India