বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি, সোশ্যাল মিডিয়ার যুগে এমন এমন ভিডিও ভাইরাল (video viral) হয় যা মানুষের মন কাড়ে। এমনই এক ভিডিও ভাইরাল হল যা থেকে মানুষ চোখই ফেরাতে পারছে না। কথায় আছে যুদ্ধটা হতে হয় রাজায় রাজায়। কিন্তু রাজা প্রজার সঙ্গে যুদ্ধ বাঁধলে বেমানান বটে! কিন্তু এমনটাই হয়েছে। সম্প্রতি, অনলাইনে ভাইরাল হওয়া একটি ভিডিও দেখা যাচ্ছে চিতা বাঘের সঙ্গে একটি ব্যাঙ লড়াই করছে।
https://twitter.com/susantananda3/status/1263287509896663041
ভিডিও-তে চিতাবাঘ ও ব্যাঙের মধ্যে লড়াই দেখে অনেকেরই চক্ষু চড়কগাছ! আপনার মনে হতেই পারে, একটা ব্যাঙ শিকার করতে চিতাবাঘের কত সময় লাগতে পারে? কিন্তু আসলে এই লড়াইয়ে সফলতা লাভ করে ব্যাঙ, যার জন্য এই ভিডিও-টি খুবই ভাইরাল হয়েছে।
https://twitter.com/susantananda3/status/1263287509896663041
ভারতের বন বিভাগের কর্মকর্তা সুশান্ত নন্দা (Sushanto Nanda) এই ভিডিওটি পোস্ট করেন। এই ভিডিও-টি দেখলেই বুঝতে পারবেন, ব্যাঙটা একটা গাছের নিচে চুপ করে বসেছিল। চিতাবাঘটি ধীরে ধীরে তার কাছে এগিয়ে গিয়ে তাকে পা দিয়ে মারার চেষ্টা করে। ব্যাঙটি বড়ো করে হাঁ করলেও চিতাবাঘটি পিছু হাটে না, তখন ব্যাঙটা লাফিয়ে উঠে তাকে মারার চেষ্টা করে। তখন চিতাবাঘটা পিছু হাটে ও অন্য দিকে সরে যায়।
https://twitter.com/susantananda3/status/1263287509896663041
১৮ সেকেন্ডের এই ভিডিও-টি নেট বিশ্বে বেশ ভাইরাল। এই ভিডিও-টি দেখলেই বুঝতে পারবেন, ব্যাঙটা একটা গাছের নিচে চুপ করে বসেছিল। চিতাবাঘটি ধীরে ধীরে তার কাছে এগিয়ে গিয়ে তাকে পা দিয়ে মারার চেষ্টা করে। ব্যাঙটি বড়ো করে হাঁ করলেও চিতাবাঘটি পিছু হাটে না, তখন ব্যাঙটা লাফিয়ে উঠে তাকে মারার চেষ্টা করে। তখন চিতাবাঘটা পিছু হাটে ও অন্য দিকে সরে যায়। ১৮ সেকেন্ডের এই ভিডিও-টি নেট বিশ্বে বেশ ভাইরাল।
https://twitter.com/susantananda3/status/1263287509896663041
সুশান্ত নন্দা এই ভিডিও-টি শেয়ার করার সময় লিখেছিলেন, ”সত্যিই সময় বদলাচ্ছে।একটা ব্যাঙ ও চিতাবাঘের মধ্যে এমন আত্মবিশ্বাসী লড়াই এর আগে কখনও দেখা যায়নি। দেখা যাক কে যেতে। ২১মে-তে শেয়ার করা এই ভিডিও ১.৪ হাজার বার দেখা হয়েছে। সেই সঙ্গে ২০০-র বেশি লাইক ও রি-টুইট করা হয়েছে। টুইটারে লোকেরা বেশ মজার মজার কথা লিখেছে।





Made in India