বাংলা হান্ট ডেস্ক: বর্তমান যুগে বিশ্বের প্রতিটি কোণে কোথায় কি হচ্ছে তা এক লহমায় জানতে পারেন সবাই। পাশাপাশি, ভাইরালের দুনিয়ায় স্বচক্ষে দেখতে পাওয়া যায় বিভিন্ন ঘটনার অদ্ভুত সব ভিডিওগুলিও। ওই ভিডিওগুলিতে এমন কিছু চমকপ্রদ ঘটনা থাকে যা দেখতে বেশ পছন্দ করেন নেটাগরিকরা। তবে, কিছু কিছু ভিডিও এমনও থাকে যা দেখে চোখ কপালে উঠে যায় সকলেরই।
ভাইরাল হওয়া ওই ভিডিওগুলির মধ্যে একাধিক টপিকের ওপর ভিডিও থাকলেও পশু-পাখি বা বন্যপ্রাণী সংক্রান্ত ভিডিওগুলি দেখতে নেটিজেনদের একটা বড় অংশ ভিড় জমান। সম্প্রতি ঠিক সেইরকমই একটি ভিডিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার দৌলতে।
এমনিতেই সাপ এমন একটি প্রাণী, যা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতেই বেশি পছন্দ করেন মানুষ। নির্বিষ হোক কিংবা বিষাক্ত, সাপ দেখলেই রীতিমত কালঘাম ছুটতে থাকে সবার। তবে, সর্পকূলের মধ্যে আবার অধিকাংশ সাপই হল নির্বিষ। কিন্তু, তাও এই সরীসৃপ মানুষের মনে ভয় ধরানোর পক্ষে যথেষ্ট।
তবে, আপনারা কি জানেন বিদেশে সাপকে অন্যতম পোষ্য হিসেবে গণ্য করা হয়? শুনতে অদ্ভুত মনে হলেও এটাই সত্যি। পাশাপাশি, আমাদের দেশেও এই চল ক্রমশ শুরু হচ্ছে। সাধারণত পাইথন অর্থাৎ অজগর সাপের বিভিন্ন প্রজাতিকেই পোষ্য হিসেবে বাড়িতে রাখতে পছন্দ করেন একদল মানুষ। তবে, বর্তমানে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একটি ছোট্ট মেয়ে রীতিমত খেলায় ব্যস্ত তার পোষ্য সাপটির সাথে।
তবে, সেই সাপটির দৈর্ঘ্য দেখেই ভিরমি খেয়েছেন নেটিজেনরা। কালো রঙের একটি বিরাট “কার্পেট পাইথন”-এর সাথে মনের সুখে খেলতে দেখা যায় আরিয়ানা নামের ওই বাচ্চা মেয়েটিকে। তবে জানা গিয়েছে যে, এটাই প্রথমবার নয়, বরং আরিয়ানা এর আগেও বহুবার একাধিক সাপের সঙ্গে ভিডিও এবং ছবি পোস্ট করেছে। অর্থাৎ, একদম ছোট থেকেই সাপেদের সাথে বন্ধুত্ব গড়ে উঠেছে তার।
এদিকে, ইতিমধ্যেই এই ভিডিওটি কার্যত ঝড় তুলেছে নেটমাধ্যমে। ইনস্টাগ্রামে ৫.১ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এই অবাক করা ভিডিওটি। পাশাপাশি, পাল্লা দিয়ে বাড়ছে লাইক এবং কমেন্টের সংখ্যাও। তবে, ভিডিওটি দেখে মিশ্র প্রতিক্রিয়া দিতে দেখা যায় নেটাগরিকদের।
View this post on Instagram
অনেকেই ভিডিওটি দেখে বাচ্চা মেয়েটির সাহসের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, “এই ভিডিওটি আজকের দেখা সেরা ভিডিও।”, পাশাপাশি আরেকজন কমেন্টের মাধ্যমে জানিয়েছেন, “ওই ছোট্ট মেয়েটি আমার চেয়ে অনেক বেশি সাহসী!” তবে, নেটিজেনদের একাংশ আবার আরিয়ানাকে সতর্কও করে দিয়েছেন। পাইথনের মত সাপ যে যেকোনো মুহূর্তেই ভয়ানক হয়ে উঠতে পারে সেই প্রসঙ্গও উপস্থাপিত করেন তাঁরা।





Made in India