বাংলা হান্ট ডেস্ক: আমাদের চারপাশে প্রতিদিন এমন কিছু ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। কিন্তু সেইসব ঘটনাগুলি আর পাঁচটা ঘটনার থেকে এতটাই বিরল হয় যে, সেগুলো যদি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসা হয় তাহলে তা তৎক্ষণাৎ ভাইরাল হয়ে যায়। এমনিতেই সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্মগুলিতে এমন ভিডিওর সংখ্যা প্রচুর দেখতে পাওয়া যায়। তবে সেই তালিকায় এবার সংযোজিত হল একটি নতুন ভিডিও। যা দেখে হাসির রোল উঠেছে নেটিজেনদের মধ্যে।
মূলত, ব্রুস লি-র নাম শোনেননি এমন মানুষ কার্যত খুঁজে পাওয়া মুশকিল। তেজ এবং ক্ষিপ্রতার জন্য তিনি সারা বিশ্বে পরিচিত হয়ে রয়েছেন। এক কথায় মার্শাল আর্টের বাদশা বলা হয় ব্রুস লিকে। যদিও, এবার এক ব্যক্তির মধ্যেই কার্যত ব্রুস লিকে খুঁজে পেলেন নেটিজেনরা। হঠাৎ করেই রাস্তার মাঝে রীতিমতো ব্রুস লি কে অনুসরণ করছিলেন তিনি। আর এই ভিডিওটিই বর্তমানে ভাইরাল নেটমাধ্যমে।
উল্লেখ্য যে, বর্তমান সময়ে আমরা সুযোগ পেলেই সময় কাটাই সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি, নেটমাধ্যমের একাধিক প্ল্যাটফর্মেই পাওয়া যায় হাজার হাজার ভাইরাল ভিডিও। আর সেগুলি দেখতেই ভিড় জমান সকলে। তাদের মধ্যে এমন কিছু ভিডিও মজুত থাকে যেগুলি দেখলে হাসি পেতে বাধ্য। এই ভিডিওটিও ঠিক সেই ক্যাটাগরিতেই পড়ে।
View this post on Instagram
ঠিক কি ঘটেছে?
মূলত ভাইরাল হওয়া ঐ ভিডিওটিতে দেখা গিয়েছে যে, হাতকাটা পাঞ্জাবি এবং লুঙ্গি পরেই রাস্তার পাশে অদ্ভুত সব আচরণ করতে থাকেন এক ব্যক্তি। খালি পায়েই লাফিয়ে লাফিয়ে কার্যত কুংফু করতে থাকেন তিনি। এদিকে তাঁর এহেন লাফালাফিতে অবাক হয়ে যান সেখানে উপস্থিত সকলে। এমনকি একটা সময়ে ওই ব্যক্তি সেখানে থাকা একটি খুঁটি কেও কুংফুর কায়দায় মারতে যান।
আর এই পুরো বিষয়টিই রেকর্ড করে তা নিয়ে আসা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখতে পাল্লা দিয়ে ভিড় জমাচ্ছেন দর্শকেরা। ইতিমধ্যেই তাঁর এই ভিডিওটি আপলোড করা হয়েছে “18plusguyy” নামের এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। এদিকে ওই ব্যক্তির এহেন কসরত দেখে অবাক হয়েছেন নেটিজেনরাও। পাশাপাশি ভিডিওটির পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁরা। এই প্রসঙ্গে একজন লিখেছেন,”ও তেরি! এই কলিযুগে কত প্রতিভা ভরা।” পাশাপাশি আরেকজন ব্যবহারকারী লিখেছেন, “এমন দৃশ্য আগে কখনও দেখিনি।” এক কথায়, নেটমাধ্যমে রীতিমতো “সুপারহিট” হয়েছে এই ভিডিও।





Made in India