বাংলাহান্ট ডেস্ক / ভাইরাল ভিডিও : ধরুন আপনি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে চলেছেন, হঠাৎ দেখলেন রাস্তার মাঝখানে রাজকীয় ঢঙে বসে আছে এক বিশাল বাঘ। কি করবেন আপনি? নিশ্চই গুপি বাঘার মত আপনারও শুকনো গলা দিয়ে বেরিয়ে আসবে ‘তুমি যে এঘরে কে তা জানতো? ‘। এমনটাই হল মধ্যপ্রদেশে। সেখানে রাস্তার দখল নিল বিশাল দেহী বাঘ। মুহুর্তে থেমে গেল ট্রাফিক। আর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল (viral video) হল মুহুর্তেই।

বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। আবার কোনো কোনো ভিডিও ও ছবি যেমন নেটপাড়াকে ভাবিয়ে তোলে তেমনই অনেক পোস্ট খারাপ সময়েও মন ভাল করে দেয়।
জানা যাচ্ছে, ভিডিও টি মধ্যপ্রদেশের সেওনি জেলা থেকে ২৫ কিলোমিটার দূরের পেঞ্চ জাতীয় উদ্যানের কাছাকাছি এলাকার। সেখানে হঠাৎই রাজপথের ওপর এসে পড়ে বিশাল বাঘ। চারপাশ দেখে নিয়ে আরাম করে বসেছে ব্রিজের মাঝখানে। তারপর ঘাড় ঘুড়িয়ে দেখে লোকজন। বাঘ মামার এই কান্ড দেখে মুহুর্তে বন্ধ হয়ে যায় গাড়ি ঘোড়া। প্রত্যক্ষদর্শীরা খবর দেন বন দপ্তরে।
যদিও বাঘটি কাউকে আক্রমণ করেনি। এমনকি কাউওকে ভয় পর্যন্ত দেখায় নি। মনে করা হচ্ছে কাছের বন থেকে কৌতুহল বশে পথে এসে পড়েছিল বাঘটি৷ রাস্তায় সব কিছু দেখে শুনে আবার বনে ফিরে গেছে। এই ভিডিও পোস্ট হতেই মুহুর্তে ভাইরাল হয়ে যায়। উপচে পড়ে লাইক কমেন্টের বন্যা। দেখে নিন ভাইরাল সেই ভিডিওটি
सिवनी जिले में जब जंगल के राजा सड़क पर आकर दहाड़ मारने लगे! @GargiRawat @ndtvindia @ndtv @RandeepHooda @hridayeshjoshi @SrBachchan अमिताभ बच्चन #tiger @OfficeofUT #SaveBirdsServeNature #welcometoindia pic.twitter.com/DWwYvHGdRV
— Anurag Dwary (@Anurag_Dwary) July 14, 2020
 
			 





 Made in India
 Made in India