বাংলাহান্ট ডেস্ক : কখনো কখনো চোখে দেখা জিনিসেও ভুল হয়ে যায়। সাপকে দড়ি ভাবা বা দড়িকে সাপ খুবিই সাধারণ বিষয়। এই রকমই চোখের দেখায় ভুল ভেবে বেহাল দশা হলো দুই তরুণীর। পেট্রোল পাম্পে একটি গাড়ির হেড লাইটকে আগুন ভেবে সেটিকে নেভানোর চেষ্টা করে গেলেন দুজনে। ভাইরাল হয়েছে পেট্রোল পাম্পের কর্মী দুই মহিলার ভিডিও।
ghanta নামে একটি ইন্সটাগ্রাম হ্যাণ্ডেল থেকে আজ এক ভিডিও শেয়ার করা হয়। সেখানে একটি পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে। ফুটেজে দেখা যাচ্ছে, এক বাইক আরোহী ওই পেট্রোল পাম্পে তেল নিতে আসে। তার পিছনে পিছনেই আসে সাদা রঙের একটি হুন্ডাই গাড়ি। বাইকে তেল ভরে টাকা নেওয়ার সময় হঠাৎই গাড়িটির হেডলাইটকে আগুন ভেবে বসেন পেট্রোল পাম্পে কর্মরতা এক মহিলা। তৎক্ষনাৎ তিনি অগ্নিনির্বাপক স্প্রে যোগাড় করে আনেন। ঘটনার বিহ্বলতায় চমকে গিয়ে বাইক আরোহী পালিয়ে বাঁচে। কিন্তু ওই মহিলা কর্মী ততক্ষণে হেডলাইট লক্ষ্য করে অগ্নিনির্বাপক গ্যাস ছড়াতে শুরু করেন। ওই হুন্ডাই গাড়ির চালকও ভয় পেয়ে যান। গাড়ির চালকও চমকে গিয়ে গাড়ির দরজা খুলে দৌড় দেন। ততক্ষণে পেট্রোল পাম্পের আর এক মহিলা কর্মীও আর একটি অগ্নিনির্বাপক যন্ত্র থেকে গ্যাস ছড়াতে শুরু করেন। দুটি যন্ত্রের গ্যাস খালি করে ফেলেন দুজনে। তিন নম্বর যন্ত্র নিয়ে এসেও হাজির করেন। সেটা থেকেও চলে গ্যাস ছড়ানো। তারপরেই গাড়ির হেডলাইট নিভে যায়। তখন নিজের ভুল বুঝতে পারেন ওই কর্মী। ভুল বুঝতে পেরে কিছুটা অবাক হয়ে দাঁড়িয়ে থাকেন নিজের বোকামির জন্য।
View this post on Instagram
মজার এই ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। নেট দুনিয়ায় দু’লক্ষ্যেরও বেশি মানুষ পছন্দ করেছেন এই ভিডিও। তবে ভিডিওটি মজার হলেও বিপদের মধ্যে দুই মহিলা কর্মীর তৎপরতা এবং সাহসকে কুর্নিস জানাচ্ছেন সকলেই। হেডলাইটকে আগুন ভেবে তাঁরা ভুল করেছেন, কিন্তু পালিয়ে যাননি। শেষ পর্যন্ত চেষ্টা করে গেছেন আগুন নেভানোর।
 
			 





 Made in India
 Made in India