viral video : এখনকার যুগ স্মার্ট ফোনের যুগ। আসেপাশে ঘটে যাওয়া অনেক ঘটনাই আমরা ক্যামেরা বন্দী করে সামাজিক মাধ্যমে আপলোড করি। পাশাপাশি নিজেদের নাচ গানের ভিডিও অনেকেই আপলোড করেন পরিচিতি পাওয়ার আশায়।

বলা বাহুল্য, ভিডিও ভাইরাল হলেই সামাজিক মাধ্যমে পরিচিতি পাওয়া যায়। আর তারই দৌলতে অনেকেই উঠে আসেন গলি থেকে রাজপথে। সম্প্রতি এমনই এক ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ভিডিওটি কোথাকার জানা না গেলেও সম্ভবত দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো দেশের নাগরিক এই দুই যুবক।
ভিডিওতে দেখা যাচ্ছে যে রাস্তায় দুটি ছেলে রাস্তায় নাচছে। তাদের মধ্যে একজন বেশ কিছু অবিশ্বাস্য স্টেপে নেচে চলে। নাচতে নাচতে তাকে বেশ কয়েকবার দেখা যায় বুড়ো আঙুলের ওপর ভর করে নাচতে। যা দেখে হতবাক হয়ে গিয়েছে নেটদুনিয়া।
সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়েছে এই ভিডিওটি। ইতিমধ্যেই ৯০ লাখের বেশি নেটাগরিক দেখে ফেলেছে এই অসাধারণ নাচ। নাচ দেখে আপ্লুত এক নেটাগরিক মন্তব্য করেছেন, এই যুবকের গোড়ালি অমানবীয়। এটি নিশ্চই স্টিল দিয়ে তৈরি।
https://gfycat.com/greenimmaculateelectriceel





Made in India