বাংলা হান্ট ডেস্কঃ আজ থেকে ঠিক তিন বছর আগে অর্থাৎ 2017 সালে 11 ই ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। আজ কোহলিদের তিন বছরের বিবাহ বার্ষিকী। আজকের এই শুভ দিনে নিজেদের ছবি শেয়ার করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
টুইটারে নিজের বিয়ের ছবি পোস্ট করে ভারত অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, ” তিন বছর এবং আজীবনের বন্ধন।” ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিরাট কোহলির এই পোস্ট।
3 years and onto a lifetime together ❤️ pic.twitter.com/a30gdU87vS
— Virat Kohli (@imVkohli) December 11, 2020
বিরাট কোহলির পাশাপাশি বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা অর্থাৎ কোহলির স্ত্রী অনুষ্কাও কোহলিকে তিন বছরের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন খুব শিগগিরই তারা দুই থেকে তিনজন হয়ে যাবেন।
https://twitter.com/AnushkaSFanCIub/status/1337248800470003712?s=20
2017 সালে কিছুটা গোপনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। ইতালিতে গিয়ে তারা বিবাহ অনুষ্ঠান পালন করেন। আজ তাদের বিবাহের তিন বছর পূর্ন হল। আগামী বছরের শুরুতেই বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার জীবনে আসতে চলেছে নতুন অতিথি। বছরের শুরুতেই সন্তানের জন্ম দেবেন অনুষ্কা শর্মা। সেই কারণে প্রথম টেস্ট ম্যাচ খেলেই দেশে ফিরে আসবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ইতিমধ্যেই সেই নিয়ে প্রবল সমালোচনার মুখোমুখি হতে হয়েছে বিরাটকে।





Made in India