বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় দল (Indian Cricket Team) ব্যস্ত রয়েছে নিজেদের এশিয়া কাপ (2023 Asia Cup) অভিযান নিয়ে। বৃষ্টির কারণে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচটি ভেস্তে গিয়েছে। নেপাল ম্যাচেও থাবা বসিয়েছে বৃষ্টি। শেষপর্যন্ত ভারতীয় দল গ্রুপ পর্বের একটি ম্যাচ ও সম্পূর্ণ খেলতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। যদিও নেপাল ম্যাচ যদি ভেস্তে যায় তাকে ভারতের কোনও অসুবিধা হওয়ার কথা নয় সুপার ফোরে পৌঁছানোর ক্ষেত্রে।
কিন্তু একটা বিষয় যা ভারতীয় দলকে এই নেপাল ম্যাচ খেলতে গিয়ে ভাবিয়েছে তা হল ফিল্ডিং। রোহিত শর্মা, বিরাট কোহলি প্রত্যেকেই ক্যাচ নিয়েছেন কিন্তু ভারতীয় দল বেশ কয়েকটি ক্যাচ ফেলেছে। যদি ক্যাচিং এফিসিয়েন্সি বা সফলভাবে ক্যাচ ধরার শতাংশের তালিকা দেখা হয় তাহলে দেখা যাবে ক্রিকেট বিশ্বে আফগানিস্তান ছাড়া বাকি সকল বড় দল ভারতের চেয়ে দিয়ে।
তবে আজ বিরাট কোহলি একটি দুর্দান্ত ক্যাচ নিয়েছেন। মহম্মদ সিরাজ আজ বেশ কিছুটা রান বিলিয়েছেন তাতে কোনও সন্দেহ নেই। তবে এই মুহূর্তে নেপালের সবচেয়ে ছন্দে থাকা ব্যাটার আশিফ শেখ ৫৮ রানে ব্যাটিং করছেন এমন অবস্থায় শর্ট এক্সট্রা কভারে ক্যাচ দেন। কিছুটা কঠিন অবস্থায় হলেও এক হাতে লাফিয়ে দুর্দান্তভাবে ক্যাচটি তালুবন্দী করেন তিনি।

আর এর সঙ্গে সঙ্গে বিরাট কোহলি ওডিআই ফরম্যাটে সর্বোচ্চ ক্যাচ ধরার তালিকায় তিনি চতুর্থ স্থানে উঠে এসেছেন। টপকে গিয়েছেন রস টেইলর (১৪২) এবং সচিন টেন্ডুলকারকে (১৪০)। এই মুহূর্তে বিরাট কোহলির অন্তর্জাতিক ওডিআই ফরম্যাটে ক্যাচ সংখ্যা হয়েছে ১৪৩।
এছাড়া তিনি আরেকটি বড় রেকর্ড গড়েছেন এই দিন। শুধুমাত্র বহু দেশীয় টুর্নামেন্টগুলিতে ক্যাচ ধরার দিক দিয়ে তিনি দ্বিতীয় ভারতীয় হিসেবে ১০০ কেচের মাইলফলকের গণ্ডি ছুঁয়েছেন। তার আগে একমাত্র এমন কীর্তি রয়েছে প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের।





Made in India