বাংলা হান্ট ডেস্কঃ ইংল্যান্ড একটি ক্রিকেট পাগল দেশ। ক্রিকেটকে ভালোবাসেন ইংল্যান্ডের সকল মানুষ। আর তাই ইংল্যান্ডে গিয়ে যদি কোন ক্রিকেটার বা কোন দল ভালো ক্রিকেট খেলেন তাহলে তাদেরকে হাততালি দিয়ে উৎসাহিত করেন ইংল্যান্ডের সমর্থকরা। তেমনই কোন ক্রিকেটার বা দল যদি খারাপ খেলে তাদের ভাগ্যে জোটে ঠিক তার উল্টোটা অর্থাৎ কটুক্তি জোটে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে ঠিক এমনটাই ঘটল ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে। সম্প্রতি সেই ঘটনা ফাঁস করলেন কিউই জোরে বোলার নিল ওয়াগনার।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ চলাকালীন একবার গ্যালারির দিকে তাকিয়ে মুখে আঙ্গুল দিয়ে কিছু বলতে শোনা যায় ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। সেই সময় এই ঘটনা নিয়ে কেউ অতটা মাথা ঘামায়নি। পরে অনেকেই প্রশ্ন করেন আসলে কি ঘটেছিল কোহলির সঙ্গে? এবার সেই ঘটনা খোলাসা করলেন নিল ওয়াগনার। তিনি বলেন, বিখ্যান্ড ব্যান্ড ‘ক্র্যানবেরিস’-এর গান ‘জোম্বি’-র কিছু পংক্তি ধার করে কোহলীকে উত্যক্ত করছিলেন ওই সমর্থকরা। বিরক্ত হয়ে একসময় ওই কাজ করেন কোহলী।





Made in India