বাংলা হান্ট ডেস্ক: স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে ফের দুঃসংবাদ! কিছুদিন আগেই মাত্রাতিরিক্ত হারে রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়িয়েছে টেলিকম সংস্থাগুলি। এবার ফের প্ল্যান থেকে বাড়তি সুবিধাও তুলে নিতে চলেছে সংস্থাগুলির একাংশ। জানা গিয়েছে যে, Vodafone-Idea তাদের জনপ্রিয় দু’টি প্রিপেইড প্ল্যান থেকে এবার Disney + Hotstar এর সুবিধা সরিয়ে দিচ্ছে।
অপরদিকে, Airtel এবং Jio তাদের কিছু প্ল্যান থেকে Disney + Hotstar এর সুবিধা সরিয়ে দিয়ে অন্য প্ল্যানে যোগ করলেও সে রাস্তায় হাঁটেনি Vodafone-Idea। প্রসঙ্গত উল্লেখ্য, Airtel, Jio এবং Vodafone-Idea-র মতো টেলিকম সংস্থাগুলি শুল্কের দাম বাড়ার সাথে সাথে রিচার্জ প্ল্যানের সুবিধাও কমিয়ে এনেছে। যেই কারণে সংস্থাগুলি তাদের ডেটা সুবিধা কমানোর পাশাপাশি স্ট্রিমিং সুবিধাও কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে, শুল্ক বৃদ্ধির পরে, Airtel এবং Jio, Disney + Hotstar এর স্ট্রিমিং সুবিধা সরিয়ে দিয়ে অন্য প্ল্যানে যোগ করলেও Vodafone-Idea হল সর্বশেষ কোম্পানি, যেটি তার দুটি প্রিপেইড প্ল্যান থেকে Disney + Hotstar সুবিধা সরিয়ে দিয়েছে।

প্রকৃতপক্ষে, Vodafone-Idea তাদের ৬০১ টাকা এবং ৭০১ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান থেকে Disney + Hotstar এর স্ট্রিমিং সুবিধা সরিয়ে দিচ্ছে। বর্তমানে কোম্পানির ৬০১ টাকার প্রিপেড প্ল্যানে ৭৫ জিবি ডেটা দেওয়া হয়েছে, যার বৈধতা ৫৬ দিনের। অন্যদিকে, ৭০১ টাকার প্রিপেড প্ল্যানে, প্রতিদিন ৩ জিবি ডেটা পাওয়া যায় এবং এর বৈধতা ৫৬ দিন। তবে, আপাতত Vodafone-Idea ৫০১ টাকা এবং ৯০১ টাকার প্ল্যানের সাথে Disney + Hotstar-এর সুবিধা দিচ্ছে। যেখানে ৫০১ টাকার বিনিময়ে ২৮ দিনের বৈধতা দেওয়া হয়েছে এবং ৯০১ টাকায় সুবিধা পাওয়া যাচ্ছে ৭০ দিন।





Made in India