বাংলা হান্ট ডেস্ক :বাংলায় প্রথম সারির এক দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয় যে, ভোট মিটে গেলেই গ্রেফতার হতে পারেন মুকুল রায় এমনটাই হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে মুকুল রায় একান্ত সাক্ষাৎকারে বলেন, “২৩ শে মে বোঝা যাবে কে গ্রেফতার হয়!” গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ একটি সভা থেকে বলেন, “সারদা কাণ্ডে অভিযুক্তরা, যারা চিট ফান্ড থেকে সাধারণ মানুষের কোটি কোটি টাকা প্রতারণা করেছেন ক্ষমতায় আসার ৯০ দিনের মধ্যে তাদের যোগ্য জবাব দেওয়া হবে।
এই প্রসঙ্গে মুকুল রায় কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ” চিটফান্ড আতঙ্কে ভুগছে শাসক দল। ঠিক সেই কারণেই আমার ওপর এমন অভিযোগ আনা হয়েছে। কিন্তু আমার পাশে সাধারণ মানুষ রয়েছে। আমি কোন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নই। তবুও তদন্তের জন্য কোন সংস্থা আমাকে ডাকলে আমি তাদের পূর্ণাঙ্গভাবে সব রকম কাজে সহায়তা করব।” এখন কি হয় তা শেষ অবধি জানার জন্য ২৩ শে মে পর্যন্ত অপেক্ষা করে
থাকা ছাড়া আমাদের কাছে আর কোন উপায় নেই।





Made in India