বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় (west bengal) নির্বাচন দোরগোড়ায় কড়া নাড়ছে। এরই মধ্যে আগামী ২১ শে মার্চ বিজেপির (bjp) পক্ষ থেকে নির্বাচনী ইস্তাহার প্রকাশিত হতে পারে বলে সূত্রের খবর। বাংলায় ক্ষমতা দখলের লড়াইয়ে একেবারে কোমর বেঁধে লেগে পড়েছে বিজেপি। একচুলও জমি ছাড়তে নারাজ গেরুয়া শিবির।
সূত্রের খবর বিজেপির ইস্তাহারে থাকতে পারে-
আয়ুস্মান ভারত প্রকল্পের বাস্তবরূপ পাবে বাংলা।
সপ্তম বেতন কমিশন গঠন করা হবে সরকারী কর্মচারীদের জন্য।

অনগ্রসর হিন্দু জনগোষ্ঠীর জন্য ওবিসি সংরক্ষণ, এছাড়াও তিলি, মাহিষ্য জাতিকেও সংরক্ষণের প্রস্তাব রয়েছে।
৩৩ শতাংশ আসন সংরক্ষিত হবে চাকরীতে মেয়েদের জন্য।
প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় মানুষের জীবন রক্ষার্থে টাস্ক ফোর্স গঠন করা হবে দক্ষিণ ২৪ পরগণায়।
প্রধানমন্ত্রী কৃষক সম্মান যোজনার আয়ত্তায় মোট ১৮ হাজার টাকা পৌঁছাবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যার মধ্যে থাকবে বকেয়া ১২ হাজার টাকাও।
কৃষক সম্মান যোজনার আয়ত্তায় ৪ লক্ষ মৎস্যজীবীকে বছরে ৬ হাজার কোটি টাকা দেওয়া হবে।
পাইপলাইনের মাধ্যমে শুদ্ধ পানীয় যোগ্য জল পৌঁছে যাবে প্রতিটি বাড়িতে।
অরণ্যের অধিকার সম্পর্কিত আইন পাশ হবে।
তফশিলি জাতি উপজাতির শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিকে ৭০ শতাংশের বেশি নম্বর পেলে, তাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। হোস্টেল নির্মানের জন্য বরাদ্দ হবে ১০০ কোটি টাকা।
আদিবাসীদের জন্য পৃথক ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হবে। যাতে তাঁরা ধর্মীয় স্থানে ভ্রমণে যেতে পারে।
ঝাড়গ্রামে আদিবাসী শ্রুতি সংগ্রহালয় নির্মিত হবে বিরসা মুণ্ডাকে স্মরণ করে।





Made in India