বাংলা হান্ট ডেস্কঃ বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে টানাপোড়েন অব্যাহত। সম্প্রতি বকেয়া মহার্ঘ ভাতা মেটানো নিয়ে ইন্টেরিম অর্ডার বা অন্তর্বর্তীকালীন নির্দেশের বেশ কিছু পরিবর্তন চেয়ে ফের একবার সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। নবান্ন তরফে ‘মডিফিকেশন পিটিশন’ ফাইল করা হয়েছে বলে জানা গিয়েছে। এই নিয়েই আশঙ্কা তৈরি হয়েছে সরকারি কর্মীদের মনে। সুপ্রিম নির্দেশ মতো বকেয়া ডিএ-র অংশ মিলবে তো? উঠছে প্রশ্ন।
ডিএ নিয়ে লেটেস্ট আপডেট | Dearness Allowance
সূত্রের খবর, আপাতত বকেয়া ডিএ-র অংশ মেটানো ছাড়া রাজ্যের কাছে আর কোনও রাস্তা খোলা নেই। কারণ বর্তমানে সুপ্রিম কোর্টের গ্রীষ্মাবকাশ চলছে মি তাই রাজ্যের করা আবেদন আপাতত সর্বোচ্চ আদালতে উঠছে না। তাই জুন মাস শেষের আগে আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশ মেনে বকেয়া ডিএ’র ২৫ শতাংশ রাজ্যকে মিটিয়ে দিতে হবেই বলেই মত বিশেষজ্ঞ মহলের।
আরও পড়ুন: SSC চেয়ারম্যানের সঙ্গে বৈঠক নিষ্ফলা! এবার আমরণ অনশনে বসলেন চাকরিহারা শিক্ষকরা
প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মিটিয়ে দিতে রাজ্য সরকারকে ৬ সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে সেই সময়ের বেশিরভাগটাই অতিক্রান্ত হয়েছে। ২৭ জুনের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া টাকা রাজ্যকে মিটিয়ে দিতে হবে বলে নির্দেশ রয়েছে।
ভিডিও দেখুন: https://youtu.be/QMqVPtvLFkA?si=LqACjFKJlCzMChlS
তথ্য বলছে, ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ’র পরিমাণ ৪১ হাজার ৭৭০ কোটি টাকা। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো, এর ২৫ শতাংশ, অর্থাৎ প্রায় ১০ হাজার কোটি টাকা রাজ্যকে মিটিয়ে দিতে হবে। তবে সুপ্রিম কোর্ট রাজ্যের ‘মডিফিকেশন পিটিশন’ নিয়ে পরবর্তী কি নির্দেশ দেয়, সেদিকেও নজর থাকবে।