বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যজুড়ে হাঁসফাঁস গরম। বর্ষা আসার কোনও খবর নেই। সব মিলিয়ে নাজেহাল প্রত্যেকে। এই পরিস্থিতিতে আবার রোজ স্কুল যেতে হচ্ছে পড়ুয়াদের (School Students)। আবহাওয়ার দিকে নজর রেখে ইতিমধ্যেই নানান মহল থেকে মর্নিং ক্লাস করানোর দাবি উঠতে শুরু করেছে। এবার বড় পদক্ষেপ নিল পর্ষদ। রাজ্য সরকারকে (Government of West Bengal) দেওয়া হল চিঠি।
রাজ্যকে দেওয়া চিঠিতে কী লিখেছে পর্ষদ (Government of West Bengal)?
এই বছর সময়ের আগেই বর্ষা ঢোকার কথা ছিল। কিন্তু সেই পূর্বাভাস মেলেনি। উল্টে হু হু করে বেড়েছে গরম। এই অবস্থায় স্কুলে যেতে বেশ কষ্ট হচ্ছে শিশুদের। তাই রাজ্যের সব প্রাথমিক বিদ্যালয়ে সকালে ক্লাস হোক চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। ইতিমধ্যেই এই মর্মে সরকারকে চিঠি দিয়েছেন পর্ষদ সভাপতি।
জানা যাচ্ছে, তীব্র গরমের কারণে পশ্চিমাঞ্চলের একাধিক প্রাথমিক বিদ্যালয়ের (Primary School) পড়ুয়াদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দুপুরে ক্লাস করতে বেশ কষ্ট হচ্ছে তাঁদের। সেই জন্য রাজ্যের সব প্রাথমিক বিদ্যালয়ে মর্নিং ক্লাস নিতে উদ্যোগী পর্ষদ। সকাল ৬:৩০ থেকে ৯টা অবধি ক্লাস করানোর অনুমতি চেয়ে রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে। চিঠি দিয়েছেন পর্ষদ সভাপতি।
আরও পড়ুনঃ ছাতা রেডি রাখুন! কিছুক্ষণেই ঝড়বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই সব জেলায়! বর্ষা কবে ঢুকবে?
অন্যদিকে রাজ্যের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ায় শুক্র ও শনিবার সকল সরকারি ও সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে (পার্বত্য এলাকা বাদে) পঠনপাঠন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে একথা ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
উল্লেখ্য, জ্বালাপোড়া গরমের কারণে চলতি বছর আগেভাগেই রাজ্যের বিদ্যালয়গুলিতে গরমের ছুটি ঘোষণা করেছিল সরকার (Government of West Bengal)। সেই ছুটি কাটিয়ে সদ্য ক্লাস শুরু হয়েছে। এর মধ্যে ফের গরম বাড়ায় রাজ্যের বিদ্যালয়গুলিতে দু’দিন পঠনপাঠন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে মর্নিং ক্লাস চেয়ে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সরকার কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।