বাংলা হান্ট ডেস্কঃ যে কোনও শিক্ষার্থীর জীবনের প্রথম বড় পরীক্ষা যদি মাধ্যমিক হয়, তাহলে দ্বিতীয় পরীক্ষা হিসেবে গণ্য করা হয় উচ্চমাধ্যমিককে (Higher Secondary Exam)। ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দের কলেজে সুযোগ পাবে কিনা সেটা অনেকাংশেই নির্ভর করে এই পরীক্ষার ফলাফলের ওপর। চলতি বছর এই উচ্চমাধ্যমিক শুরুর আগেই সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteers) নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteers) নিয়ে কী সিদ্ধান্ত নিল সংসদ?
২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর বেশিদিন বাকি নেই। এই মুহূর্তে কমবেশি প্রায় প্রত্যেক পরীক্ষার্থীই শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে পরীক্ষার তোরজোড় নিয়ে ব্যস্ত শিক্ষা সংসদ। এই আবহে সামনে আসছে বড় খবর।
জানা যাচ্ছে, সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteers) নিয়ে এবার নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকবেন না তাঁরা। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকরা পরীক্ষার প্রস্তুতি বৈঠকে এমন ইঙ্গিতই দিয়েছেন বলে খবর। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এমনটাই জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ স্যালাইন কাণ্ডে তোলপাড়! এবার ‘এই’ ওষুধ সংস্থাকে নিষিদ্ধ করল স্বাস্থ্য ভবন! জারি বিজ্ঞপ্তি
এছাড়া এই বছর থেকে ছাত্রছাত্রীদের অভিভাবকরাও পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না বলে খবর। জানা যাচ্ছে, অভিভাবকের নাম করে পরীক্ষাকেন্দ্রে (HS Exam) অনেক সময় অন্যরা প্রবেশ করে। এবার সেই বিষয়ে লাগাম টানতেই পরীক্ষাকেন্দ্রে পড়ুয়াদের অভিভাবকদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

এই বিষয়ে সংসদ সূত্র উদ্ধৃত করে উক্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিভিক ভলেন্টিয়াররা স্থানীয় হওয়ার কারণে তাঁদের শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রের বাইরেই রাখার পক্ষপাতী সংসদ। সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে গত বছর থেকেই অভিভাবক এবং সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteers) প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর আগে সেই পথে হাঁটল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। জানা যাচ্ছে, যদি একান্তই কোনও ছাত্রছাত্রীর অভিভাবকের পরীক্ষাকেন্দ্রের প্রবেশের প্রয়োজন হয়, তাহলে পুলিশ আধিকারিক তাঁকে নির্দিষ্ট হলে নিয়ে যাবে।





Made in India