বাংলা হান্ট ডেস্ক : এবার বৃদ্ধি পাবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Ofice) জানাচ্ছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবে ৩২ ডিগ্রি সেলসিয়াসে। দুই-জেলাকে বাদ দিয়ে গোটা রাজ্য জুড়েই শুকনো আবহাওয়া থাকবে। ওড়িশা-ছত্তিশগড়ের ওপরে যে ঘূর্ণাবর্ত ছিল, তা সরে যাওয়ায় মেঘলা আবহাওয়া থেকে মুক্তি হবে এবং তাপমাত্রা বাড়বে
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩২.১°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৩.৬° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৫%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮৫%
আজকের আবহাওয়া : এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা। আজ আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : মৌসম ভবন জানিয়েছে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বাকি সমস্ত জেলার আবহাওয়াই শুকনো থাকাবে। বঙ্গোপসাগর থেকে দক্ষিণ-পশ্চিম হাওয়ায় কারণে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

অপরদিকে, কলকাতা সহ গাঙ্গেয় উপত্যকায় আকাশ বেশ পরিষ্কার থাকবে। রাত্রির দিকে মনোরম আবহাওয়া দেখা যেতে পারে। কলকাতা এবং শহরতলীর বিস্তীর্ণ এলাকায় রাত্রিবেলা সামান্য তাপমাত্রার হেরফের হলেও আবহাওয়া মোটামুটি একই থাকবে। বৃষ্টির সম্ভবনা থাকছেনা অবশ্য।
আগামীকালের আবহাওয়া : দক্ষিণী বাতাসে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত কিছুটা অস্বস্তি থাকতে পারে। যদিও সকালবেলা এবং রাত্রির দিকে মনোরম পরিবেশ থাকতে পারে। কলকাতা এবং আশেপাশের বিস্তীর্ণ এলাকায় গরম এবং অস্বস্তি হতে পারে। উত্তরবঙ্গেও দার্জিলিং এবং কালিম্পং এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।





Made in India