বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়াবিদরা জানাচ্ছে আগামীকালের আবহাওয়ায় (weather tomorrow) হালকা বদল লক্ষ্য করা যাবে বাংলার দক্ষিণের আকাশে। কমতে পারে উত্তরের বৃষ্টিপাতের পরিমাণ। উল্টো দিকে সামান্য হলেও বাড়তে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা।

আগামীকালের তাপমাত্রা
আগামী কাল শহরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। সকালের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে আবহাওয়া দফতর জানাচ্ছে, বেলা বাড়ার সাথে সাথে বেশ কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুত সহ ঝড়ের আশঙ্কা রয়েছে।

সূর্যোদয়/ সূর্যাস্ত
সকাল ৫ টা বেজে ৯ মিনিটে সূর্যোদয় হয়ে ৬ টা বেজে ১৬ মিনিট অবধি আকাশে বিরাজ করবে।
সন্ধ্যে ৬ টা বেজে ১৮ মিনিটে চন্দ্রোদয় হয়ে পররে দিন সকাল ৫ টা বেজে ২৯ মিনিট অবধি থাকছে।

ঝড় বৃষ্টির সম্ভাবনা
ঘণ্টায় ১৫ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। সেইসঙ্গে বৃষ্টি, তুষারপাত এবং বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে।





Made in India