বাংলাহান্ট ডেস্কঃ দক্ষিণবঙ্গে চলছে ভারী বৃষ্টিপাত, এরই মাঝে আগামীকালের আবহাওয়া (weather tomorrow) কেমন থাকবে জেনে নিন। বুধবার সকাল থেকে সেভাবে বৃষ্টি না হলেও, বাতাসে আদ্রতার পরিমাণ কিছু কমই আছে। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামীকালো থাকছে বৃষ্টির আমেজ। সারাদিনই বৃষ্টিতে ভিজবে শহর কলকাতা।

আগামীকালের তাপমাত্রা
আগামী কাল শহরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। সকাল থেকেই শুরু হবে বৃষ্টি। সেইসঙ্গে সারাদিনই বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুত সহ ঝড়ের আভাষ দিচ্ছে হওয়া অফিস।

সূর্যোদয়/ সূর্যাস্ত
সকাল ৫ টা বেজে ১০ মিনিটে সূর্যোদয় হয়ে ৬ টা বেজে ১৪ মিনিট অবধি আকাশে বিরাজ করবে।
চন্দ্রোদয়/ চন্দ্রাস্ত
সন্ধ্যে ৮ টা বেজে ১৬ মিনিটে চন্দ্রোদয় হয়ে পররে দিন সকাল ৮ টা বেজে ০৯ মিনিট অবধি থাকছে।

ঝড় বৃষ্টির সম্ভাবনা
সকালের দিকে এবং রাতের দিকে ঘণ্টায় ১৫ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। সেইসঙ্গে বৃষ্টি এবং বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে।
সকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৫৩% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৬০%।
বিকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৪০% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৬০%।





Made in India