বাংলাহান্ট ডেস্ক / আবহাওয়া : একদিকে প্রবল বৃষ্টি অন্যদিকে বাঁধ থেকে ছাড়া জল, দুইয়ের কারনে প্রবল সমস্যার সম্মুখীন মুর্শিদাবাদের ভরতপুর, কাশিপুর, সুলতানপুর, সুন্ডিপুর-সহ বেশ কয়েকটি গ্রাম৷ ডুবে গিয়েছে ক্ষেতের সব আমন ধান, ক্ষতির আশঙ্কা সব্জি চাষেও।

ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির কারনে মশানজোড় ও তিলপাড়া ব্যারেজ থেকে যথাক্রমে ১৭০০ কিউসেক, ১৫,৮১০ কিউসেক জল ছাড়া হয়েছে। যার ফলে বেড়েছে ময়ূরাক্ষীর জলস্তর। অন্যদিকে প্রবল বৃষ্টির কারনে ভেঙেছে দ্বারকা নদের বাঁধ।

ইতিমধ্যেই এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। ১২ টি পরিবারকে ত্রান শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে খবর, আতঙ্কিত হবার কোনো পরিস্থিতি এই মুহুর্তে তৈরি হয় নি। যদিও গ্রামবাসীদের পক্ষ থেকে ত্রান নিয়ে পক্ষ পাতিত্বের অভিযোগ রয়েছে৷

আবহাওয়াবিদরা জানাচ্ছে, আগামী কয়েকদিন মৌসুমী অক্ষরেখার অবস্থানের কোনও বদল হবে না। এর ফলেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সেই সঙ্গে কমছে আদ্রতা জনিত অস্বস্তিও। আবার অন্যদিকে সাগর থেকে প্রচুর পরিমাণে জলবায়ু ঢুকছে স্থলভাগে, যার জেরেই রয়েছে ভারী বর্ষণের আশঙ্কা।

ইতিমধ্যেই স্বাভাবিকের থেকে ৩১ শতাংশ বেশী বৃষ্টি হয়েছে মুর্শিদাবাদে। এই জেলায় স্বাভাবিক বৃষ্টি ১৩০০ থেকে ১৪০০ মিমি। সেখানে এবার ইতিমধ্যে ৮৫০ মিমির বেশী বৃষ্টি হয়েছে বলে জানানো হচ্ছে। গতবছর বৃষ্টির ঘাটতি ছিল প্রায় ২৫ শতাংশ।

আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকে ঝলমলে রোদ বিরাজ করলেও, হালকা বৃষ্টির আভাষ দিচ্ছে আবহাওয়া দফতর। তবে দিনের বেশিরভাগটাই থাকবে মেঘলা আকাশ।





Made in India