বাংলা হান্ট ডেস্কঃ দেশে করোনার বাড়বাড়ন্তে চিন্তিত সবাই। তবে গবেষকদের পরামর্শ মেনে চললে এখনও এই মারক ভাইরাস থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ দিন দিন বিপজ্জনক হয়েই চলেছে। আরেকদিকে, নির্বাচনের মধ্যে বাংলাতেও হুহু করে বেড়ে চলেছে সংক্রমণের সংখ্যা।
পশ্চিমবঙ্গে বিগত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৪২৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। মিনিটের হিসেব করলে ৫ থেকে ৬ জন প্রতি মিনিটে বাংলায় নতুন করে আক্রান্ত হচ্ছেন। রাজ্যে বিগত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র কলকাতায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২১১ জন। এখনও পর্যন্ত গোটা রাজ্যে ৬ লক্ষ ৬৮ হাজার ৩৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। রাজ্যে করোনায় এখনও পর্যন্ত ১০ হাজার ৬০৬ জনের করোনায় মৃত্যু হয়েছে।

রাজ্যের স্বাস্থ্য দফতর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় ৪২ হাজারেরও বেশি মানুষের করোনা টেস্ট হয়েছে। এছাড়াও একদিনে ২৪ হাজার ১০০ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে।





Made in India