‘এই’ কাজ না করলেই চাকরি যাবে রাজ্যের শিক্ষকদের, কড়া বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা দফতর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC) ইস্যুতে ধুন্ধুমার রাজ্যে। হকের চাকরি বাঁচাতে পথে নেমে আন্দোলন, বিক্ষোভ করছেন ‘যোগ্য’ শিক্ষকরা। এরই মধ্যে শিক্ষকদের (Teachers) জন্য কড়া বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা দফতর (West Bengal Education Department)। বলা হয়েছে, এক বছরের মধ্যে ‘ব্রিজ কোর্স’ করতে হবে। তবে সবার জন্য এই বিজ্ঞপ্তি নয়।

শিক্ষকদের জন্য কড়া বিজ্ঞপ্তি | Teachers

৫ জুন জারি করা সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্যের যে সব শিক্ষকের বিএড ডিগ্রি রয়েছে, অথচ ডিএড বা ডিএলএড নেই, কিন্তু তারা স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত তাদের এক বছরের মধ্যে ‘ব্রিজ কোর্স’ করতে হবে। প্রাইমারি শিক্ষক যাদের নিয়োগ ২০১৮ সালের জুন মাস থেকে ২০২৩ সালের নভেম্বরের মধ্যে হয়েছে তাদের জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সূত্রের খবর, যাদের কথা বলা হয়েছে রাজ্যে তেমন শিক্ষকের সংখ্যা প্রায় ছয় থেকে সাত হাজার। এরা বিএড উত্তীর্ণ হয়ে স্কুলে শিক্ষকতা করছেন তবে ডিএড বা ডিএলএড নেই। আগামী এক বছরের মধ্যে অনলাইনে এই কোর্স না করলে এই শিক্ষকদের চাকরি থাকবে না বলেও সাফ জানানো হয়েছে।

ভিডিও দেখুন: https://youtu.be/9wrC89nHKEg?si=WtP-aXfSpE-OKVY7

প্রসঙ্গত, দুমাস আগেই ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের (এনসিটিই) তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা বলা হয়েছিল, রাজ্যের দেওয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে দেশের সমস্ত স্কুলের ইন-সার্ভিস বিএড ডিগ্রিপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ব্রিজ কোর্স করে নিতে হবে। সেই বিজ্ঞপ্তির এতদিন পর রাজ্য শিক্ষা দফতরের তরফে এই সংক্রান্ত নির্দেশ জারি করা হয়েছে গতকাল।

আরও পড়ুন: রাজ্যবাসীর জন্য সুখবর! রথযাত্রার আগেই বাড়ি পৌঁছবে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ, কী কী থাকবে?

কাউন্সিলের নিয়ম মতো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং-এর তরফে অনলাইনে এবং দূরশিক্ষা পদ্ধতিতে এই ‘ব্রিজ কোর্স’ করার সুযোগ থাকবে বিএড প্রশিক্ষিতদের কাছে। প্রসঙ্গত, এই ব্রিজ কোর্স নিয়ে সুপ্রিম নির্দেশ রয়েছে। ২০২৩ সালের ১১ অগস্ট সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত মামলায় জানায়, প্রাথমিকের শিক্ষক পদে আবেদনের জন্য প্রার্থীদের বিএড প্রশিক্ষিত হওয়ার পাশাপাশি ডিএলএড অথবা ডিএড ডিগ্রিও থাকা প্রয়োজন। পূর্বে নিযুক্ত বিএড প্রশিক্ষিতদের ‘ব্রিজ কোর্স’ দ্রুত করে নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।